মানুষ আগুন জ্বালানো শিখেছিল অনেক আগে, সব ধারনা বদলে দিল নতুন আবিষ্কার
এতদিন ধরা হত মানুষ ৫০ হাজার বছর আগে আগুন জ্বালানো শিখেছিল। কিন্তু এক নতুন আবিষ্কার প্রমাণ করল আগুন জ্বালানোর কৌশল মানুষ তারচেয়ে অনেক আগেই শিখে গিয়েছিল।
মানুষের আগুন জ্বালানো শেখাটা মানববিবর্তনের ধারায় এক অন্যতম অধ্যায়। কারণ আগুনের ব্যবহার আদিম মানুষের জীবন বদলে দিয়েছিল। এতদিন বিজ্ঞানীদের ধারনা ছিল মানুষ আগুন জ্বালানো শিখেছিল ৫০ হাজার বছর আগে। যার নিদর্শন ফ্রান্সে পাওয়া গিয়েছিল।
সেই থেকে এই ধারনাই বদ্ধমূল ছিল। কিন্তু হালে এক আবিষ্কার সব ধারনা ওলটপালট করে দিয়েছে। সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ান-এর একটি প্রতিবেদনে একটি গবেষণার কথা জানানো হয়েছে। গবেষকেরা ইংল্যান্ডের সাফক গ্রামে একটি জায়গায় ঝলসানে মাটির খোঁজ পান। যার পাশে পাওয়া গিয়েছে আগুনের উত্তাপে ফাটল ধরা পাথরের টুকরো।
এছাড়া সেখানে আয়রন পাইরাইট নামে একটি খনিজের দেখা পাওয়া গেছে। যা এমন এক জিনিস যার সঙ্গে চকমকি পাথরের ঘর্ষণে আগুনের স্ফুলিঙ্গ তৈরি হয়। পরীক্ষা করে দেখা গেছে এগুলি ব্যবহার করে এখানে আগুন জ্বালানো হয়েছিল ৪ লক্ষ বছর আগে।
নিয়ানডার্থাল আদিম মানুষরা সে সময় পৃথিবীর বুকে বাস করত। এগুলি পাওয়ার পর অনেকটা নিশ্চিত হলেও অন্য একটি পর্যবেক্ষণ ওই সময় মানুষের আগুন জ্বালানো নিয়ে বিজ্ঞানীদের আরও নিশ্চিত করেছে।
গবেষকেরা দেখেন যে আয়রন পাইরাইটের টুকরো এখানে আগুন জ্বালানোর জন্য ব্যবহার করা হয়েছিল তা ওখানে পাওয়াই যায়না। তারমানে তা অন্য জায়গা থেকে সেখানে নিয়ে এসেছিল ওই সময়ের আদিম মানুষরা।
সেগুলোর সঙ্গে চকমকি পাথর ঘষলে আগুন জ্বলবে এটা নিশ্চিত হওয়ার ফলেই তারা ওই পাথর অন্যত্র থেকে সেখানে নিয়ে এসেছিল বলে নিশ্চিত বিশেষজ্ঞেরা। এই আবিষ্কার কিন্তু মানববিবর্তনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থাৎ আগুন জ্বালানো শেখার ইতিহাসটাই বদলে দিল।













