স্ত্রীদের সঙ্গে মিলিত হতে পুরুষদের জলে ডোবানোর চেষ্টা, সরানো হল টার্মিনেটরকে
সন্ধে নামলেই দলে যত স্ত্রী আছে তাদের সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছা জেগে ওঠে তার। তাই বাকি পুরুষদের জলে ডোবানোর চেষ্টা করে টার্মিনেটর।

সে স্থানীয় নয়। তাকে কার্যত নিয়ে আসা হয় এখানে। দেখতে আলাদা। তবে সে স্থানীয়দের সঙ্গে মিশে যায়। সকালের আলোয় তার আচরণ তেমন অস্বাভাবিক থাকেনা। কিন্তু সন্ধে নামলেই তার রূপ যায় বদলে। তখন সে দলের স্ত্রীদের সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছায় পাগল হয়ে ওঠে।
দলের বাকি পুরুষদের সঙ্গে কার্যত মারামারি জুড়ে দেয় সে। এমনকি তার গায়ের জোর বেশি হওয়ায় অন্য পুরুষদের জলে ডুবিয়ে শেষ করে দেওয়ার চেষ্টাও করে সে। তার এই স্বভাবের কথা জানতে পেরে রীতিমত বিরক্ত স্থানীয় মানুষজন। ফলে তাকে এবার সরতে হল অন্যত্র।
এই মারকুটে কামুক স্বভাবের প্রাণিটি হল একটি কালো রাজহাঁস। যাকে অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসা হয়েছিল উইলিয়াম শেক্সপিয়রের জন্ম শহর স্টার্টফোর্ড আপন অ্যাভন-এ। এই ছোট শহরটিতে যে রাজহাঁসদের দীর্ঘদিনের বাস তাদের বলা হয় মিউট রাজহাঁস।
তাদের সঙ্গে এই কালো রাজহাঁসটি প্রথমে এসে মিশে যায়। কিন্তু তারপরই তার রূপ ফুটে বার হয়। সারাদিন ঠিক থাকলেও সন্ধে নামলেই অস্ট্রেলিয়ার এই কালো রাজহাঁসটি স্ত্রী রাজহাঁসদের সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছায় পাগল হয়ে ওঠে।
স্ত্রীদের পেতে অন্য পুরুষ রাজহাঁসদের একেবারেই সহ্য করতে পারে না সে। প্রায়ই সে পুরুষ রাজহাঁসদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ে। তাদের জলে ডুবিয়ে প্রাণ কাড়ার চেষ্টাতেও ক্রুটি রাখে না সে।
তাই স্থানীয়রা তার নাম রাখেন টার্মিনেটর। তার এই স্বভাবের জন্য ব্রিটেনের এই ছোট্ট শহর স্টার্টফোর্ড আপন অ্যাভন থেকে তাকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।