বাস্তব জীবনে জেমস বন্ড সাজতে গিয়ে ধরা পড়লেন এক জেমস বন্ড ভক্ত
তিনি জেমস বন্ডের অন্ধ ভক্ত। নিজেও জেমস বন্ড হতে চাইছিলেন। জেমস বন্ড হওয়ার স্বপ্ন দেখতেন। বাস্তবে অবশ্য জেমস বন্ড সাজতে গিয়ে গারদের পিছনে জায়গা হল তাঁর।

জেমস বন্ড ০০৭। এক ব্রিটিশ সিক্রেট এজেন্ট। এই চরিত্র বিশ্বজুড়ে যুগ যুগ ধরে মানুষের মন জয় করলেও বাস্তবে জেমস বন্ড বলে কেউ নেই। এটি একটি কাল্পনিক চরিত্র। জেমস বন্ডের কাহিনি, তার ওপর সিনেমা এক ব্যক্তিকে ভয়ংকর প্রভাবিত করেছিল।
তাঁর প্রাক্তন স্ত্রীও জানিয়েছেন ওই ব্যক্তি জেমস বন্ডের সব সিনেমা দেখে ফেলেছিলেন। জেমস বন্ডের অন্ধ ভক্ত ছিলেন। আর এই অন্ধ ভক্তি থেকে তিনি নিজে নিজেকে জেমস বন্ড ভাবতে শুরু করেছিলেন।
তিনি ঠিক সেটাই করার চেষ্টাও শুরু করেন যেটা ছিল ওই কাল্পনিক ব্রিটিশ সিক্রেট এজেন্টের কাজ। নিজেকে ০০৭ করে তুলতে তিনি প্রাক্তন ব্রিটিশ ডিফেন্স সেক্রেটারি গ্রান্ট স্যাপ্স-এর খবর ২ এজেন্টের হাতে তুলে দেন।
হাওয়ার্ড ফিলিপস নামে ওই ৬৫ বছরের বৃদ্ধের মনে হয়েছিল তিনি যে গোপন তথ্য ২ এজেন্টের হাতে তুলে দিচ্ছেন তাঁরা রাশিয়ান এজেন্ট। কিন্তু তাঁর ধারনা ছিল ভুল।
তিনি প্রাক্তন ব্রিটিশ ডিফেন্স সেক্রেটারি-র সম্বন্ধে তথ্য আদপে ২ ব্রিটিশ এজেন্টের হাতেই তুলে দেন। যাঁদের তিনি রাশিয়ান এজেন্ট ভবে কাজটা করেন।
এই ঘটনার পরই ফিলিপসকে গ্রেফতার করে পুলিশ। তিনি যে ভিনদেশি এজেন্টের হাতে দেশের গোপন তথ্য তুলে দিচ্ছিলেন এটা তো পরিস্কার। তাই তাঁর আপাতত জায়গা হয়েছে গারদের পিছনে। তাঁর ঠিক কি শাস্তি হবে তা অবশ্য পরে ঘোষণা হবে। জেমস বন্ড সাজতে গিয়ে আপাতত জেলেই কাটাতে হবে ফিলিপসকে।