World

দুর্গে পাওয়া গেল বোতলবন্দি রহস্যময় জেমস বন্ড বার্তা

এ দুর্গ একটি হেরিটেজ। সেই হেরিটেজ-এর তরফেই সোশ্যাল মিডিয়ায় এ কথা জানানো হয়েছে। একটি বোতলবন্দি জেমস বন্ড বার্তা এখন তাদের রহস্যময় মাথাব্যথা।

এ দুর্গের যথেষ্ট খ্যাতি রয়েছে। প্রায় ৮০০ বছরের পুরনো দুর্গটি এখন হেরিটেজ তকমা পেয়েছে। জলের ধারে এই দুর্গে এখনও মানুষ থাকেন। তবে যাঁরা দেখভালের দায়িত্বে আছেন তাঁরা। দুর্গের দোতলায় যেখানে দুর্গের দায়িত্বে থাকা আধিকারিকরা থাকেন, সেখানে সাফসাফাইয়ের কাজ চলছিল।

ঘর গরম রাখার জন্য যে ফায়ারপ্লেস থাকে তেমনই একটি অব্যবহৃত ফায়ারপ্লেস রয়েছে সেখানে। সেই ফায়ারপ্লেস সাফাই করার সময় একটি বোতল পান কর্মীরা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

সেই বোতলের মধ্যে একটি চিরকুট ছিল। সেটি বোতল থেকে কৌতূহল নিয়ে বার করা হয়। সেই চিরকুট খুলতে দেখা যায় একটি জেমস বন্ড বার্তা রয়েছে সেখানে।

জেমস বন্ড যে একজন গুপ্ত এজেন্ট এবং তা কাউকে বলা উচিত নয়, সেটাই লেখা ছিল তাতে। যার আদপে অর্থ কি তা বুঝতে পারছেন না কেউই।

তবে সেটি যে ১৯৬৬ সালে লেখা হয়েছিল সেটা পরিস্কার। তারপর থেকে সেটি এভাবেই হয়তো বোতলবন্দি অবস্থায় পড়েছিল এখানে।

আপাতত সোশ্যাল মিডিয়ার হাত ধরেই এই রহস্যের কিনারা করতে চাইছেন এই দুর্গের দায়িত্বে থাকা মানুষজন। ব্রিটেনের দায়িত্বে থাকা এই জার্সি ক্যাসল এখন এক দেখার জায়গা।

United Kingdom
দুর্গের জেমস বন্ড বার্তা, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম – @jerseyheritage

সেখানে কেন এমন একটি বার্তা বোতলবন্দি অবস্থায় ছিল, কেই বা এটা লিখেছিলেন, কেনই বা লিখেছিলেন, সে রহস্যভেদ করতে সকলকেই সোশ্যাল মিডিয়া মারফত অনুরোধ করেছে জার্সি হেরিটেজ।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *