World

গাধার পেট সাফ করল ২৪ লিটার কোলা

একটি গাধার পেটের সমস্যা মিটিয়ে দিল ২৪ লিটার কোলা। যেমন করে নর্দমা পরিস্কার হয়, তা যে গাধার পাকস্থলীতেও কাজে আসবে সেটাই অবাক করছে সকলকে।

তার মা মারা যাওয়ার পর থেকেই সে খাওয়াদাওয়া ছেড়ে দিয়েছিল। এদিকে একটা সময়ের পর এই না খাওয়া তার পেটের সমস্যা তৈরি করতে শুরু করে। গাধাটির পেটের সমস্যা যে মামুলি নয় তা পশু চিকিৎসকেরা বুঝতে পারছিলেন। তাই তার পাকস্থলী যন্ত্রের সাহায্যে পরীক্ষা করা হয়।

আর তা করতে গিয়ে পশু চিকিৎসকেরা যা দেখেন তাতে তাঁরাও প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিতে পারছিলেননা সমস্যা মেটাতে কি করা যেতে পারে। দেখা যায় গাধাটির পাকস্থলীতে প্রচুর পরিমাণে খাবার জমাট বেঁধে রয়েছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

খাবারগুলি দীর্ঘ সময় ধরে জমাট বেঁধে আটকে আছে ক্ষুদ্রান্ত্র প্রবেশ দ্বারে। খাবার সাধারণত পরিপাক হয়ে বর্জ্যটি ক্ষুদ্রান্ত্রে পৌঁছে যায় পাকস্থলী থেকে। এক্ষেত্রে যেমন নর্দমার মুখে কিছু আটকে গেলে জল যায়না, তেমনিভাবে জমাট খাবার আটকে ক্ষুদ্রান্ত্রে কিছুই যাচ্ছিল না।

চিকিৎসকেরা কিছুতেই বুঝতে পারছিলেননা কি করা যায়। অবশেষে দেখা যাক কি হয় এমন একটা মানসিকতা নিয়ে গাধাটির নাক দিয়ে নল ঢুকিয়ে সেই নল দিয়ে পাকস্থলীতে কোলা পাঠানো শুরু হয়।

কিছুটা কিছুটা করে কোলা ক্রমাগত পাকস্থলীতে পাঠানো হতে থাকে। দেখা যায় কাজ হচ্ছে। কোলা ওই জমাট বাঁধা খাবারে মিশে সেই জমাটকে নরম করা শুরু করেছে।

তাই এই পদ্ধতি থেকে সরে না এসে বরং ৪ দিন ধরে মোট ২৪ লিটার কোলা গাধার পাকস্থলীতে পাঠান চিকিৎসকেরা। আর তাতেই কাজ হয়।

জমাট বাঁধা খাবার একেবারে নরম হয়ে শরীরের স্বাভাবিক নিয়মে তা ক্ষুদ্রান্ত্রে পৌঁছে যায়। পাকস্থলী পরিস্কার হয়ে যায়। দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের ডেভনের সিডমাউথ নাম শহরে এভাবেই এক গাধার জীবনরক্ষা করল ২৪ লিটার কোলা।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *