World

এক রাজার গল্প বলতে ২ কোটি টাকা সাহায্য পেল মিউজিয়াম

একটি মিউজিয়ামকে রাজার গল্প, সেই রাজপরিবারের গল্প বলতে হবে। তার জন্য ২ কোটি টাকার ওপর সাহায্য পেল ওই মিউজিয়াম।

সময়টা ১৯২৪ সাল। ১০০ বছর আগের কথা। সে সময় পঞ্জাবের শেষ শিখ রাজার ছেলে ইংল্যান্ডের থেটফোর্ড শহরে তাঁদের একটি পুরনো বাড়ি মিউজিয়াম গড়তে দান করেন। পঞ্জাবের শেষ শিখ রাজা মহারাজা দলীপ সিংয়ের ছেলে প্রিন্স ফ্রেডরিক দলীপ সিংয়ের সেই দান করা বাড়িটি একটি মিউজিয়াম হিসাবে গড়ে ওঠে। যা ওই শহরের মানুষের অন্যতম আকর্ষণে পরিণত হয়।

এরপর শতবর্ষ পার হয়েছে। এবার সেই মিউজিয়ামে মহারাজা দলীপ সিং ও তাঁর পরিবারের কাহিনি মানুষের সামনে তুলে ধরার বন্দোবস্ত পাকা করার চেষ্টা শুরু হল।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এজন্য ব্রিটেনের দ্যা ন্যাশনাল লটারি হেরিটেজ ফান্ড এই মিউজিয়ামকে ২ লক্ষ পাউন্ড সাহায্য দান হিসাবে দিয়েছে। ভারতীয় মুদ্রায় যা ২ কোটি ১১ লক্ষ টাকার কিছু বেশি।

এই বিশাল অঙ্ক ব্যয় করে মিউজিয়ামে বিভিন্ন রকম প্রদর্শনী ও কর্মযজ্ঞের মধ্যে দিয়ে মহারাজা দলীপ সিং ও ওই রাজপরিবারের কথা বলা হবে।

বিভিন্ন আয়োজনও করা হবে যাতে রাজপরিবারের কাহিনি সব মানুষ জানতে পারেন। এর মধ্যে দিয়ে ব্রিটেনের থেটফোর্ড শহরের ঐতিহ্যও বৃদ্ধি পাবে।

মিউজিয়ামে এবার ওই অনুদানের হাত ধরে যে পরিকাঠামো তৈরি করা হবে সেখানে মহারাজা দলীপ সিং ও তাঁর পরিবারের নানা জানা অজানা কাহিনি সামনে তুলে আনা হবে। তাঁর ছেলের সম্বন্ধেও মানুষকে জানানো হবে। জানানো হবে তাঁর ২ মেয়ে প্রিন্সেস সোফিয়া এবং ক্যাথরিন দলীপ সিং-এর নানা কাহিনিও।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *