World

করোনার মধ্যেই রাতারাতি জীবন বদলে গেল ৩ গাড়ি চালকের

এমন কেউ থাকবেন যিনি করোনার সময়কালকে সুখস্মৃতি হিসাবে চিরকাল মনে রাখবেন

সারা বিশ্বজুড়েই করোনার থাবা ক্রমশ তার পাঞ্জা শক্ত করছে। মানুষ কার্যত গৃহবন্দি। কাজকর্ম সব বন্ধ। যাঁদের দৈনিক কাজে না বার হলে রোজগার নেই তাঁদের অবস্থা শোচনীয়। ভারতের মতই একই পরিস্থিতির শিকার সংযুক্ত আরব আমিরশাহী।

সেখানেই গাড়ি চালানোর কাজ করেন কেরালার কান্নুর জেলার বাসিন্দা জিতেশ কোরোথান। ওখানেই ২ বন্ধুর সঙ্গে মিলে গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা করেন। সেসব অবশ্য লকডাউনে লাটে উঠেছে। কিন্তু তার মধ্যেই শুক্রবার রাতারাতি বদলে গেল তাঁর জীবন।

তাঁর হাত ধরে বদলে গেল তাঁর ২ বন্ধুর জীবনও। সংযুক্ত আরব আমিরশাহীর রাজধানী শহর আবু ধাবিতে ১৫ বছর ধরে আছেন জিতেশ। সেই আবু ধাবিতেই ছিল একটি লটারি ড্র। শুক্রবার হওয়া সেই লটারি বদলে দিল জিতেশের ভাগ্য। লটারি জিতলেন তিনি। পেলেন ৫ মিলিয়ন ডলার।

ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় ৩৮ কোটি ২০ লক্ষ ৯৫ হাজার টাকা! এমন এক ভাগ্য ফেরানো দিন জিতেশের চিরকাল স্মৃতি হয়ে থাকবে। বিশ্বে এমন কেউ থাকবেন যিনি করোনার সময়কালকে সুখস্মৃতি হিসাবে চিরকাল মনে রাখবেন।

জিতেশ প্রতিক্রিয়া জানাতে গিয়ে জানিয়েছেন এটা তাঁর কাছে এক মিরাকল। তিনি এও জানিয়েছেন, তিনি তাঁর পাওয়া টাকার কিছুটা অংশ তাঁর ২ বন্ধুর সঙ্গে ভাগ করে নেবেন। পাশাপাশি তিনি জানিয়েছেন তাঁর ৭ বছরের মেয়ের শিক্ষার কাজে এই অর্থ ব্যয় করতে চান তিনি।

চান তাঁদের ৩ বন্ধুর জন্য বিলাসবহুল গাড়ি ভাড়ার ব্যবসা তৈরি করতে। সব মিলিয়ে আপাতত এই লটারি জেতার সুখ তারিয়ে উপভোগ করছেন জিতেশ ও তাঁর পরিবার। সঙ্গে তাঁর ২ বন্ধু। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *