World

কিছুক্ষণের জন্য সবুজ হয়ে গেল শহরের আকাশ

আকাশ নীল হতে পারে, মেঘ করলে ধূসর হতে পারে, কিন্তু আকাশ সবুজও হয়ে যেতে পারে? যা দেখা গেল বিশ্বের অন্যতম বর্ধিষ্ণু আধুনিক শহরে।

একি কোনও অশনিসংকেত? এমন তো আকাশের রং হয়না। তাঁরা তো কখনও দেখেননি। এ শহর অত্যন্ত বর্ধিষ্ণু। অতি আধুনিক। মরুভূমির মাঝে শহর। কিন্তু দেখে বোঝা দায়। তবে এ মরু শহরের আধুনিক সাজে সেজে ওঠা বা তাকে পর্যটন আকর্ষণ করে তোলা, শহরের আবহাওয়াকে বদলায়নি।

সেটা শুকনো ও অতি গরমই থেকেছে। গরমকালে ৫০ ডিগ্রিও ছুঁয়ে ফেলে এখানকার পারদ। মরুদেশে সেটা অস্বাভাবিকও নয়। তাই শহরটিকে রক্ষা করতে মাঝে মাঝে এখানে কৃত্রিম বৃষ্টি করান বিজ্ঞানীরা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এ শহরে সারা বছরে বৃষ্টিপাতের পরিমাণ ২০০ মিলিমিটারের বেশি নয়। সেই শহর এখন বানভাসি। গত ৭৫ বছরে দুবাই এমন বৃষ্টি দেখেনি। মেট্রো স্টেশন থেকে বিমানবন্দর, শহরের রাজপথ থেকে অনেক অফিস জলে ভেসে গেছে।

দুবাইয়ের বাসিন্দারা তো বটেই, এমনকি সারা বিশ্বের মানুষও বিশ্বাস করতে পারছেন না মরুভূমির শহরে এমন চেরাপুঞ্জির মেঘ এল কোথা থেকে? তার মধ্যেই আবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এমন ভিডিও যা বহু মানুষকে হতবাক করে দিয়েছে।

দুবাইয়ের আকাশে ছেয়ে গেছে সবুজে। প্রবল ঝড় এগিয়ে আসতেই দেখা যায় দুবাই শহরটা সবুজে ঢেকে যায়। আকাশ সবুজ হয়ে যায়। এমন কাণ্ড দুবাইয়ের মানুষ কখনও দেখেননি।

তাঁরা তাই অনেকেই ভাবেন একি কোনও প্রলয়ের অশনিসংকেত? এই সবুজ রং দুবাই শহরের আকাশে বেশ কিছুক্ষণ স্থায়ী হয়। সেই সঙ্গে চলতে থাকে প্রবল ঝড় ও সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *