National

৬ মন্ত্রীর ইস্তফা, কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল রবিবার?

জলসম্পদ উন্নয়নমন্ত্রী উমা ভারতী, কারিগরি মন্ত্রী রাজীব প্রতাপ রুডি, কৃষিমন্ত্রী রাধামোহন সিং, কৃষি প্রতিমন্ত্রী সঞ্জীব বলওয়ান, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফগন সিং কুলস্তে ও অর্থ ও বাণিজ্য মন্ত্রকের প্রতিমন্ত্রী নির্মলা সীতারমন। এই ৬ কেন্দ্রীয়মন্ত্রী ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন। সূত্রের খবর, আরও বেশ কয়েকজন মন্ত্রী পদত্যাগ করতে চলেছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের আগে এভাবেই সরে দাঁড়ালেন কয়েকজন মন্ত্রী।

এঁদেরমধ্যে বেশ কয়েকজনের কাজে প্রধানমন্ত্রী সন্তুষ্ট নন বলেই খবর। যারমধ্যে প্রথমেই নাম রয়েছে রাধামোহন সিংয়ের। মধ্যপ্রদেশের মান্দসৌরে বিক্ষোভরত কৃষকদের মৃত্যু ও তারপর সেখানে হওয়া উপনির্বাচনে কংগ্রেসের কাছে শোচনীয় পরাজয়ের পর রাধামোহন সিং চাপেই ছিলেন। সূত্রের খবর, ২০১৯ এর আগে রাজীপ প্রতাপ রুডিকে আর কোনও মন্ত্রীর পদ না দিয়ে তাঁকে দিয়ে সংগঠনের কাজ করাতে চাইছেন মোদী।

সম্ভবত আগামী রবিবারই কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদল করতে চলেছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, রবিবার সকাল ১০টায় রাষ্ট্রপতি ভবনে নতুন মন্ত্রীরা শপথ নিতে পারেন। নতুন বন্ধু নীতীশ কুমারের দল থেকে কয়েকজনকে মন্ত্রী হিসাবে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দিতে পারেন প্রধানমন্ত্রী। এছাড়া দলের মধ্যেও কাজের নিরিখে কয়েকজন মন্ত্রীর চাকরি যেতে পারে। আসতে পারে নতুন মুখ।

কোনও ঘোষণা না থাকলেও রাষ্ট্রপতি শুক্রবার তিরুপতি সফরে গিয়ে শনিবার দুপুরের মধ্যেই যেভাবে সূচি বদলে দিল্লিতে ফিরছেন, তাতে রাজনৈতিক মহলের দৃঢ় ধারণা ব্রিকস সম্মেলনে উড়ে যাওয়ার আগে রবিবারই মন্ত্রিসভার আমূল রদবদল করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *