National

আলাদা করে রেল বাজেট নয়


আর আলাদা করে রেল বাজেট পেশ করা হবে না। সাধারণ বাজেটের সঙ্গেই পেশ হবে রেল বাজেট। বুধবার এমনই সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। অর্থমন্ত্রীই সাধারণ বাজেট পেশের সঙ্গে রেল বাজেট পেশ করবেন। রেল মন্ত্রকের তরফ থেকে তাদের সিদ্ধান্তগুলি অর্থমন্ত্রীকে আগেই জানিয়ে দেওয়া হবে। ১৯২৪ সালে ব্রিটিশ শাসনের অধীন ভারতে শুরু হয় রেল বাজেট ও সাধারণ বাজেট আলাদা করে পেশ। ৯৬ বছর ধরে চলে আসা সেই রেওয়াজে দাঁড়ি পড়তে চলেছে ২০১৭-১৮-র কেন্দ্রীয় বাজেটে। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে প্রথমে পেশ হত রেল বাজেট। তার দুদিন পর পেশ হত সাধারণ বাজেট। এদিনের সিদ্ধান্তের পর সেই পরম্পরার অবসান ঘটতে চলেছে বলে সাফ জানিয়ে দিয়েছেন অরুণ জেটলি। কেন্দ্রে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা থাকায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারকে কিশোর দেশাই ও বিবেক দেবরায় কমিটির আবেদন মেনে দুটি বাজেটকে মিশিয়ে দেওয়ায় কোনও বাধার সম্মুখীন হতে হল না।






Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *