World

জলরঙের ছবি নিয়ে ২ বছরে বোতল পার করল ৪ হাজার মাইল

এমন ঘটনাও ঘটে। একটা জলরঙে আঁকা ছবি নিয়ে একটি বোতল পার করে গেল ৪ হাজার মাইল পথ। তাও আবার মাত্র ২ বছরের মধ্যে।

একটা সময় ছিল যখন কোনও দ্বীপে বা কোথাও বন্দি অবস্থায় পড়ার পর সেখান থেকে মুক্তি পেতে বোতলে বার্তা লিখে সমুদ্রে ফেলে দিতেন সমস্যায় পড়া মানুষজন। যোগাযোগ ব্যবস্থা একেবারেই শক্তিশালী ছিলনা।

প্রেরকের আশা থাকত যদি সমুদ্রে যাতায়াতের পথে কেউ ওই বোতলটা ভাসতে দেখে তুলে নেন। তাহলে তাঁর বার্তা পৌঁছে যাবে সেই নাবিকের কাছে। হয়তো মুক্তির পথও বার হতে পারে।

সে দিন গিয়েছে। এখন যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী হওয়ায় মানুষ যে কোনও জায়গা থেকে যোগাযোগ করে নিতে পারেন প্রিয়জন থেকে প্রশাসনের সঙ্গে। তাই বোতলে বার্তা পাঠানো এখন ইতিহাস।

তবে কেমন ছিল সেই সময়টা। বোতলে কি সত্যিই বার্তা পৌঁছত কারও কাছে? তার উত্তর খুঁজতে নিছক খেলার ছলেই একটা জলরঙে আঁকা ছবিতে হ্যাপি নিউ ইয়ার লিখে তার তলায় নিজের ইমেল অ্যাড্রেস দিয়ে একটা বোতলে ভরে ফেলেন এক তরুণী।


তারপর তা ফেলে দেন সমুদ্রের জলে। আমেরিকার টেনেসির বাসিন্দা ওই তরুণী তাঁর প্রেমিকের সঙ্গে জর্জিয়া বেড়াতে গিয়েছিলেন। তখনই এটা করেন তিনি।

এর ঠিক ২ বছর ২ মাস পর তরুণীর মেল বক্সে একটি মেল আসে। মেলটি করেন ফ্রান্সের এক মহিলা। ব্রেতাগেঁ শহরের বাসিন্দা ওই মহিলা জানান তিনি ওই বোতলটি পেয়েছেন।

জর্জিয়া থেকে ফ্রান্স! ৪ হাজার কিলোমিটার জলপথে ভেসে বোতলটি পৌঁছে গেছে ফ্রান্সে। এটা জেনে চমকিত হয়ে ওঠেন ভিক্টোরিয়া কে নামে ওই তরুণী। তিনি স্থির করেছেন ফ্রান্সে গিয়ে ওই মহিলার সঙ্গে দেখা করবেন।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button