World

ঘুড়ির সঙ্গে আকাশে উড়ে গেল ৩ বছরের মেয়ে

উড়তে থাকা ঘুড়ির সঙ্গে জড়িয়ে গিয়ে আকাশে উড়ে গেল এক ৩ বছরের শিশুকন্যা। এই দৃশ্য দেখে নিচে থাকা সকলে চিৎকার ওঠেন।

ঘুড়ি উৎসব অনেক জায়গায় হয়ে থাকে। তেমনই এক ঘুড়ি উৎসবে তখন মানুষের ঢল নেমেছে। সকলেরই চোখ আকাশে উড়তে থাকা রংবেরং-এর ঘুড়িতে আটকে রয়েছে। উৎসবের আনন্দে সকলেই মাতোয়ারা। অনেক কচিকাঁচাও ভিড় জমিয়েছে বাবা-মায়ের হাত ধরে।

করোনা পরিস্থিতির মধ্যেই আয়োজিত এই বহু দিন ধরে চলে আসা ঘুড়ির উৎসব থেকে দূরে থাকতে পারেননি অনেকে। কিন্তু আকাশের বুকে ভেসে বেড়ানো রঙিন ঘুড়ি দেখতে এসে যে দৃশ্য দেখতে হল সকলকে তা ভয়ংকর।

ঘুড়ি উৎসব চলাকালীনই আচমকা ঝোড়ো হাওয়া বইতে শুরু করে সেখানে। খোলা মাঠে হাওয়ার দাপটও অনেক বেশি ছিল। এদিকে ঘুড়ি উৎসবে অতিকায় সব ঘুড়ি আকাশের বুকে তখন ভেসে বেড়াচ্ছে। হাওয়ার দাপট বাড়তে তেমনই এক ঘুড়ির লেজের কাছে ঝুলতে থাকা কাপড় একটি ৩ বছরের ছোট্ট মেয়ের কোমরে জড়িয়ে যায়।

সেই কমলা রঙের কাপড় ছাড়ানোর আগেই হাওয়ার দাপটে সেই ঘুড়ির লেজে জড়িয়ে আকাশে উড়ে যায় শিশু কন্যাটি। সকলে হাহাকার করে ওঠেন। আর্ত চিৎকার শুরু হয়ে যায়।

আকাশে তখন এলোপাথাড়ি উড়ছে সেই ঘুড়ির লেজ। আর তাতে জড়িয়ে এদিক ওদিক উড়ছে ওই শিশুটিও। মাটি থেকে ১০০ ফুট ওপরে।

অনেকেই মোবাইল ক্যামেরায় সেই ভয়ংকর দৃশ্যের ভিডিও করেন। যাতে দেখা যায় প্রায় ৩০ সেকেন্ড আকাশেই উড়তে থাকে ওই শিশুটি। তারপর এক সময় ঘুড়িকে আয়ত্তে এনে তাকে নামানো হয়। শিশুটি সোজা নেমে আসে ঘুড়ির লেজের সঙ্গে। নেমে আসে দর্শকদের মাঝে। তাঁরাই তাকে ধরে নেন।

এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরও স্থানীয় প্রশাসন জানাচ্ছে শিশুটির কিছু ছোটখাটো কেটে গেছে মাত্র। সে ভাল আছে। সুস্থ আছে। দমকা হাওয়ার দাপট না হলে হয়তো এমন কাণ্ড হতনা।

ঘটনাটি ঘটেছে তাইওয়ানের সিনচু শহরে। এই শহরে দীর্ঘদিন ধরেই ঘুড়ি উৎসব হয়ে আসছে। এখানে ঘুড়ি হয় অতিকায় চেহারার। কলকাতা বা ভারতে সাধারণত দেখা ছোট ছোট ঘুড়ি নয়।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button