World

আকাশপথে উড়ে যাচ্ছে গরু, পাখির মত চেয়ে দেখছে নিচেটা

আকাশপথে গরু উড়ে যাওয়া দেখলেন অনেক মানুষ। গরু আকাশে পাখির মত ভাসতে ভাসতে নিচের জমির দিকে চেয়ে দেখল। গরুর জন্য এক বিরলতম অভিজ্ঞতা।

পাহাড়ি গ্রামটা একটা উপত্যকায় অবস্থিত। আশপাশে সুউচ্চ পাহাড়। সেসব পাহাড় যেমন ঘিরে রাখে গ্রামকে, তেমনই কখনোসখনো গ্রামের জন্য ভয়ংকর রূপ ধারণ করে। যেমন সম্প্রতি গ্রামটি গভীর সংকটের মুখে পড়ে।

গ্রামের মানুষজনের প্রাণহানির আশঙ্কা সৃষ্টি হয়। কারণ পাহাড় থেকে গড়িয়ে পড়ছিল প্রচুর প্রস্তরখণ্ড। ঠিক ধস নয়। কেবল অফুরান পাথরের টুকরো নেমে আসছিল পাহাড়ে গা বেয়ে।


ছোট থেকে বড় নানা আকারের সেসব পাথরের টুকরো এমন হুড়মুড় করে নেমে আসছিল যে সেখান থেকে গ্রামবাসীদের সরিয়ে নিয়ে যায় প্রশাসন। একই সমস্যার মুখে পড়ে গৃহপালিত পশুরা।

দক্ষিণ সুইৎজারল্যান্ডের অ্যালপাইন গ্রাম ব্লাটেন। পাহাড়ের কোলের এই গ্রাম ফাঁকা হয়ে যায় পাথর আতঙ্কে। দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয় গরু থেকে অন্য গৃহপালিত পশুদের।


বেশ কিছু গরুকে সড়কপথে সরানো হলেও অনেক গরুকেই হেলিকপ্টারের সাহায্যে এয়ারলিফট করে আনা হয় সুরক্ষিত জায়গায়। গরুদের বিশেষভাবে বেঁধে দড়িতে ঝুলিয়ে দেওয়া হয় হেলিকপ্টার থেকে।

সেই ঝুলন্ত অবস্থায় আকাশে ভাসতে ভাসতে তারা পৌঁছয় অন্যত্র। প্রশাসনিক নির্দেশেই হয় এই এয়ারলিফট। গরুগুলির যাতে প্রাণহানির আশঙ্কা তৈরি না হয় সেজন্য খুব দ্রুত তাদের সরানোর বন্দোবস্ত করা হয়।

সেই দ্রুততার কারণেই এই হেলিকপ্টারের সাহায্যে গরুদের উদ্ধার করা। হিসাব বলছে গ্রামের প্রায় ৩০০ বাসিন্দা ও খান ৫০ গরুকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button