National

বিকেলের আলোয় পঞ্চভূতে বিলীন হয়ে গেলেন সুষমা স্বরাজ

এইমস থেকে তাঁর মরদেহ বাড়িতে নিয়ে আসার পর বুধবার সকাল থেকে তাঁর বাসভবনে ভিড় জমতে থাকে। হাজির হন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিজেপি সহ অন্যান্য দলের নেতারা। সকলেই ফুল দিয়ে বিজেপির এই বর্ষীয়ান নেত্রীকে শ্রদ্ধা জানান। এখান থেকে সুষমা স্বরাজের দেহ দুপুরে নিয়ে যাওয়া হয় বিজেপির সদর দফতরে। সেখানে বিজেপি কর্মী, সমর্থক থেকে সাধারণ মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানান। দুপুর ২টো পর্যন্ত চলে এই শ্রদ্ধা জ্ঞাপন।

বিজেপি অফিস থেকে সুষমা স্বরাজের দেহ নিয়ে শেষ যাত্রা শুরু হয় লোধি রোডের দয়ানন্দ মহাশ্মশানের উদ্দেশে। অগণিত মানুষ পা মেলান এই শেষ যাত্রায়। সুষমা স্বরাজ এমন একজন নেত্রী ছিলেন যিনি দলীয় গণ্ডির উপরে উঠে একজন মানুষ হিসাবে সকলের কাছে পরিচিত ছিলেন। একজন মর্মস্পর্শী মানুষ। যিনি মানুষের পাশে থাকতেন। তাঁদের ভাল ভাবতেন। বিদেশমন্ত্রী থাকাকালীন অতি সাধারণ মানুষও তাঁর কাছে সাহায্য প্রার্থনা করে বিফল হননি। তাঁর মন্ত্রকের হাতে থাকলে তিনি এগিয়ে এসে সাহায্য করেছেন। বিদেশে আটকে পড়া বহু ভারতীয়কে উদ্ধার করেছেন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

সেই সুষমা স্বরাজের শেষ যাত্রায় তাই কড়া নিরাপত্তা বেষ্টনীর পাশাপাশি সাধারণ মানুষ ভিড় জমান। অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবাণী, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সহ অনেক বিজেপি নেতা। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সুষমা স্বরাজের শেষকৃত্য এদিন সম্পন্ন হয়। পঞ্চভূতে বিলীন হয়ে যান দেশের এই কিংবদন্তী নেত্রী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *