Sports

বিপাকে অলিম্পিক পদকজয়ী কুস্তিগির সুশীল কুমার, পুলিশে এফআইআর

দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়াম। এখানেই চলছিল অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে হতে চলা কমনওয়েলথ গেমস সহ বিভিন্ন এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধি বাছার ট্রায়ালপর্ব। সেখানে ২০০৮ ও ২০১২-র অলিম্পিকে পদকজয়ী কুস্তিগির সুশীল কুমারের সঙ্গে বাউট চলছিল তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী পরভিন রাণার।

খেলা চলাকালীনই সুশীল কুমারের সমর্থকেরা পরভিন রাণাকে প্রতারক বলে টিপ্পনী কাটতে থাকেন। পরভিন রাণা খেলা চলাকালীন সুশীল কুমারের হাতে কামড়ানোর চেষ্টা করেন বলেও অভিযোগ করেন তাঁরা। তবে ৭৪ কেজি বিভাগের এই লড়াইয়ে শেষ হাসি হাসেন সুশীল কুমারই।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

অভিযোগ খেলা শেষ হওয়ার পর বাইরে ড্রেসিং রুমের কাছে আচমকাই পরভিন রাণার সমর্থকদের ওপর ঝাঁপিয়ে পড়েন সুশীল কুমারের সমর্থকেরা। শুরু হয় ব্যাপক মারপিট।

এই সময়ে দলে ভারী সুশীল সমর্থকেরা পরভিন রাণার ভাই নবীন রাণাকে মারধর করেন বলে অভিযোগ। নবীন রাণাকে মারধর করে মেঝেতে ফেলে তাঁরা চম্পট দেন বলেও অভিযোগ। এরপরই সুশীল কুমারের বিরুদ্ধে পুলিশে এফআইআর দায়ের করেন পরভিন রাণার সমর্থকেরা।

যদিও পাল্টা কোনও অভিযোগ সুশীল ক্যাম্প থেকে পুলিশে দায়ের করা হয়নি। পরে এ বিষয়ে প্রশ্ন করা হলে সুশীল কুমার বলেন, তাঁর সমর্থক বা বন্ধুদের সঙ্গে এই ঘটনার কোনও যোগ নেই। খেলায় এমন ঘটনা হওয়া বাঞ্ছনীয় নয় বলেও অভিমত ব্যক্ত করেন ভারতের এই তারকা কুস্তিগির।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *