Entertainment

ছেলে নেই, শারীরিক অবস্থার অবনতি সুশান্তের বাবার

ছেলে সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন। একথা শোনার পর থেকে ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হচ্ছে তাঁর বাবার।

পাটনা : ফোনে এসেছিল খবরটা। ছেলে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর। পাটনার রাজীব নগর কলোনির বাসিন্দা সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং ছেলের মৃত্যুর খবর পাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তিনি কথা বলার শক্তি হারান। ছেলের মৃত্যু তাঁকে বাকরুদ্ধ করে দিয়েছে। সুশান্তের খবর পাওয়ার পর তাঁর দিদি চণ্ডীগড় থেকে পাটনার দিকে পাড়ি দেন।

বিহারের পূর্ণিয়া জেলার ছোট্ট শহরের ছেলে সুশান্তের মৃত্যুর খবর পেয়ে তাঁর পাটনার বাড়ির সামনে ভিড় জমাতে থাকেন অনেক মানুষ। তাঁর পাড়ার লোকজন এখনও বিশ্বাস করতে পারছেন না সুশান্ত নেই। যে ছেলেটা কদিন আগেও পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে এসে পাড়ায় এত মিশে গেল, সেই ছেলেটা নিজের জীবন শেষ করে দিয়েছে।

সুশান্তের বাড়ির দেখাশোনার ভার যে মহিলার ওপর ছিল সেই লক্ষ্মীদেবী জানিয়েছেন, কয়েকদিন আগেই বাবাকে ফোন করেছিলেন সুশান্ত। জানিয়েছিলেন এরমধ্যেই তিনি পাটনা আসবেন। তারপর বাবাকে নিয়ে যাবেন কোনও এক পাহাড়ি জায়গায়। সেখানে তাঁরা হেঁটে ঘুরে বেড়াবেন। সুশান্ত কথা রাখলেন না। তিনি এলেন না। এল তাঁর মৃত্যু সংবাদ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button