Entertainment

সুশান্তের পরিবারের সঙ্গে দেখা করলেন তাঁর প্রাক্তন প্রেমিকা

সুশান্ত সিং রাজপুতের বাড়ি গিয়ে তাঁর পরিবারের লোকজনের সঙ্গে দেখা করলেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে।

মুম্বই : সুশান্ত সিং রাজপুত নেই। গত সোমবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ওইদিন একবারের জন্য দেখা গিয়েছিল তাঁর বর্তমান বিশেষ বন্ধু অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। তারপর একে একে সবাই ফিরে যান। কেবল পরিবার সুশান্তের শূন্যতা নিয়ে স্মৃতি আঁকড়ে ফিরে আসে তাঁর বান্দ্রার বাড়িতে। যা হারিয়েছে তা তাঁদের হারিয়েছে। পিতা হারিয়েছেন সন্তানকে। দিদি হারিয়েছেন ভাইকে। মামা হারিয়েছেন ভাগ্নেকে। জামাই শ্যালককে। তাই শোকটা ভোলা সহজ নয়।

এই শোকাহত পরিবারের পাশে কিন্তু একজন এদিন গিয়ে দাঁড়ালেন। তিনি সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে। সুশান্ত তখনও সিনেমার জগতে পা রাখেননি। জীবনের দ্বিতীয় টিভি সিরিয়াল পবিত্র রিস্তা-য় অভিনয় করছেন। সেখানে তাঁর সঙ্গেই সিরিয়ালে ছিলেন অঙ্কিতা। সেখান থেকেই আলাপ। প্রেমপর্বের শুরু। অঙ্কিতার সঙ্গে ৬ বছর প্রেমপর্ব চলেছিল সুশান্তের। এমনকি শোনা যাচ্ছিল তাঁদের বিয়ে নাকি সময়ের অপেক্ষা। কিন্তু সেই সময় ২০১৬ সালে ভেঙে যায় সম্পর্ক।

সুশান্তের সিনেমার জগতে পা দেওয়া থেকে নিজের পায়ে দাঁড়ানো পর্যন্ত তিনি পাশে পেয়েছিলেন অঙ্কিতাকে। হয়তো একটু বেশিই ভালবেসে ফেলেছিলেন সুশান্তকে। তাই সম্পর্ক ভেঙে যাওয়ার এতদিন পরও সুশান্তের এই মৃত্যুতে তিনি ভেঙে পড়েন। তাঁর কাছের মানুষজনের দাবি, সুশান্তের আত্মহত্যার খবর পাওয়ার পর থেকে শুধুই কেঁদেছেন অঙ্কিতা। এদিন তিনি সুশান্তের শোকাহত পরিবারের পাশেও গিয়ে দাঁড়ালেন। সাদা পোশাকে মুখে মাস্ক পরে সুশান্তের বান্দ্রার বাড়িতে প্রবেশের সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button