National

সরকারি বিজ্ঞাপনে ছবি, রায় বদলালো আদালত

ভোটের মুখে সরকারি বিজ্ঞাপনে মুখ্যমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রকের কেন্দ্রীয়মন্ত্রী, রাজ্যপাল ও রাজ্যের সংশ্লিষ্ট দফতরের মন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে। শুক্রবার এমনই রায় দিল সুপ্রিম কোর্ট। আগে কেবলমাত্র রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ছবি ব্যবহার করা যেত। তাদের আগের রায় থেকে সরে এসে এই ছবি ব্যবহারের অনুমতি চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল কেন্দ্র ও রাজ্য সরকারগুলি। সেই আর্জি এদিন মেনে নেন বিচারপতি রঞ্জন গোগোই ও বিচারপতি পিসি ঘোষের ডিভিশন বেঞ্চ। তবে বাকি শর্তগুলির ক্ষেত্রে কোনও পরিবর্তন করা হয়নি বলে জানিয়েছে আদালত।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button