National

সুপ্রিম কোর্টের বিচারপতি হলেন এক বঙ্গনারী

ইন্দিরা বন্দ্যোপাধ্যায়। ২০০২ সাল থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ সামলেছেন। ২০১৬ সালে দিল্লি হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন। ২০১৭ সালে মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি পদে আসীন হন। সেখানেও সাফল্যের সঙ্গে কাজ করেছেন। অবশেষে দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসাবে শপথবাক্য পাঠ করলেন তিনি।

তবে ইন্দিরা বন্দ্যোপাধ্যায় প্রথম বঙ্গনারী নন যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হলেন। শীর্ষ আদালতে বিচারপতি হিসাবে কাজ করেছেন আর এক বঙ্গনারী রুমা পাল। তিনিই প্রথম বাঙালি মহিলা যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হন। তাঁর পর ইন্দিরা বন্দ্যোপাধ্যায় হলেন দ্বিতীয় জন। সেইসঙ্গে ইন্দিরা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের ইতিহাসে অষ্টম মহিলা বিচারপতি হিসাবে কাজ শুরু করছেন। ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের শীর্ষ আদালতের বিচারপতি হওয়ার বিরল সম্মান অবশ্যই বঙ্গবাসীর কাছে গর্বের। ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরও ২ বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে শপথ নেন। তাঁরা হলেন কেএম জোসেফ ও ভিনীত সরন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *