National

নিজেকে জয়ললিতার মেয়ে বলে সুপ্রিম কোর্টে গেলেন মহিলা


তিনি প্রয়াত জয়ললিতার মেয়ে। বিশ্বাস না হলে ডিএনএ পরীক্ষা করে দেখুক আদালত। এমনই দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ বেঙ্গালুরুর এক মহিলা। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুর বছর ঘুরতে চলল। সারা জীবনে বিয়ে করেননি জয়ললিতা। সেখানে ৩৭ বছরের আমরুথা সারাথির এহেন দাবি অবশ্যই চাঞ্চল্যের সৃষ্টি করেছে। যদিও সুপ্রিম কোর্ট তাঁর আবেদন গ্রহণ করেনি। শীর্ষ আদালতের পরামর্শ, আমরুথার আগে কর্ণাটক হাইকোর্টের কাছে এই দাবি নিয়ে হাজির হওয়া উচিত। এত আগে থাকতে সুপ্রিম কোর্ট এই আবেদনে সাড়া দেবে না।


এদিকে আমরুথা দাবি করেছেন, জয়ললিতার ছোট বোনের পরিবারে তিনি বড় হয়েছেন। যেহেতু তিনি একটি সংস্কৃতিবান, ব্রাহ্মণ পরিবারের মেয়ে, তাই সামাজিক সম্মান বজায় রাখতে তাঁর মায়ের পরিচয় গোপন রাখা হয়েছিল। প্রসঙ্গত, জয়ললিতা মারা যাওয়ার পর তাঁর সম্পত্তির ওপর অধিকার নিয়ে কম জল ঘোলা হয়নি। এখনও তা চলছে। সেই লড়াইয়ে কী তবে নতুন শরিক বেঙ্গালুরুর আমরুথা? প্রশ্ন উঠছে।





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *