Kolkata

সোমবার থেকে গরমের ছুটি


Summer Vacationআগামী সোমবার থেকে সরকারি স্কুলে গরমের ছুটি পড়ে গেল। এ ব্যপারে ইতিমধ্যেই শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই পদক্ষেপ করা হয়েছে বলে এদিন জানান তৃণমূল মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রাথমিক থেকে মাধ্যমিক সব স্কুলেই এই নির্দেশ প্রযোজ্য হবে। এ বছর এপ্রিলের শুরু থেকেই তাপমাত্রার পারদ ৪০ ছুঁয়েছে। ছাত্রছাত্রীদের এই প্রবল গরম থেকে রেহাই দিতেই গরমের ছুটি এগিয়ে নিয়ে আসা হল বলে জানিয়েছেন পার্থবাবু। এর আগেও প্রবল গরমের জন্য গরমের ছুটি এগিয়ে আনার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বেসরকারি স্কুলগুলিকেও এই নির্দেশ কার্যকর করার জন্য অনুরোধ করেন পার্থ চট্টোপাধ্যায়।






Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *