Entertainment

স্টিভেন স্পিলবার্গের কথায় আনন্দে আত্মহারা বাহুবলীর পরিচালক রাজামৌলি

কি এমন কথা বললেন বিখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ যে বাহুবলীর পরিচালক রাজামৌলির মনে হল চেয়ার থেকে উঠে নাচেন? কথাটা অবশ্য নেচে ওঠার মতই ছিল।

বিশ্বের অন্যতম সেরা পরিচালকদের তালিকায় তিনি পড়েন। তিনি কিংবদন্তি। চলচ্চিত্র দুনিয়াকে তিনি ‘ইটি’, ‘ইন্ডিয়ানা জোনস’, ‘জুরাসিক পার্ক’, ‘সিন্ডলার্স লিস্ট’, ‘জস’, ‘এম্পায়ার অফ দ্যা সান’, ‘সেভিং প্রাইভেট রায়ান’, ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’, ‘ওয়েস্ট সাইড স্টোরি’ সহ একগুচ্ছ কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন। তাঁর এখনও পর্যন্ত সর্বশেষ সিনেমা ‘ফ্যাবলম্যানস’।

তিনি স্টিভেন স্পিলবার্গ। তাঁর সঙ্গেই ভিডিও কলে কথা হল ‘বাহুবলী’, ‘আরআরআর’-এর মত ভারতে সাড়া জাগানো সিনেমার পরিচালক এসএস রাজামৌলির। কথা হওয়ার পাশাপাশি রাজামৌলি শুনলেন স্পিলবার্গের কাছে আরআরআর নিয়ে অনেক কথা।


স্পিলবার্গ জানান, তিনি আরআরআর দেখেছেন। যা তাঁর অসাধারণ লেগেছে। সিনেমাটিকে ‘আই ক্যান্ডি’ বলে ব্যাখ্যা করেছেন স্পিলবার্গ।

অভিনয়ও স্পিলবার্গের দারুণ লেগেছে। অসাধারণ এই সিনেমার দৃশ্যায়ন। স্পিলবার্গের মতে, এই সিনেমাটি দেখতে পাওয়া তাঁর কাছে একটা অসাধারণ প্রাপ্তি।

S S Rajamouli
এসএস রাজামৌলি, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম – @ssrajamouli

স্বয়ং স্পিলবার্গের মুখে কথাগুলো শুনতে পাওয়া যে কোনও পরিচালকের কাছেই একটা বড় পাওয়া। সেই স্পিলবার্গের কাছ থেকে আরআরআর নিয়ে এই দরাজ সার্টিফিকেট পাওয়ার পর রাজামৌলি জানান, কথাগুলো শোনার পর মনে হচ্ছিল চেয়ার থেকে উঠে নাচেন। এটা তাঁর কাছে কত বড় পাওয়া তা যে কোনও চলচ্চিত্র জগতের মানুষের কাছেই অনুমেয়।

এক জীবন্ত কিংবদন্তির রাজামৌলির প্রশংসায় এভাবে পঞ্চমুখ হওয়া ভারতবাসীর জন্যও অত্যন্ত গর্বের। প্রসঙ্গত আরআরআর সিনেমার গান ‘নাতু নাতু’ অস্কারে সেরা গানের তালিকাতেও মনোনীত হয়েছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

News Desk

নীলকণ্ঠে যে খবর প্রতিদিন পরিবেশন করা হচ্ছে তা একটি সম্মিলিত কর্মযজ্ঞ। পাঠক পাঠিকার কাছে সঠিক ও তথ্যপূর্ণ খবর পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা থেকে নীলকণ্ঠের একাধিক বিভাগ প্রতিনিয়ত কাজ করে চলেছে। সাংবাদিকরা খবর সংগ্রহ করছেন। সেই খবর নিউজ ডেস্কে কর্মরতরা ভাষা দিয়ে সাজিয়ে দিচ্ছেন। খবরটিকে সুপাঠ্য করে তুলছেন তাঁরা। রাস্তায় ঘুরে স্পট থেকে ছবি তুলে আনছেন চিত্রগ্রাহকরা। সেই ছবি প্রাসঙ্গিক খবরের সঙ্গে ব্যবহার হচ্ছে। যা নিখুঁতভাবে পরিবেশিত হচ্ছে ফোটো এডিটিং বিভাগে কর্মরত ফোটো এডিটরদের পরিশ্রমের মধ্যে দিয়ে। নীলকণ্ঠ.in-এর খবর, আর্টিকেল ও ছবি সংস্থার প্রধান সম্পাদক কামাখ্যাপ্রসাদ লাহার দ্বারা নিখুঁত ভাবে যাচাই করবার পরই প্রকাশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button