Sports

ক্ষমা চাইলেন অজি অধিনায়ক, মধুরেণ সমাপয়েত

সিরিজ শেষ। ঝগড়াও শেষ। অন্তত তেমনই একটাকিছু বোধহয় ঠিক করে রেখেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। এদিন ধরমশালা টেস্টে হারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের আচরণের জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নেন তিনি। প্রসঙ্গত চতুর্থ টেস্টের তৃতীয় দিনে হ্যাজেলউডের তোলা ক্যাচ ধরে কার্যত প্যাভিলিয়নমুখী হন মুরলী বিজয়। কিন্তু পরে আম্পায়ার ভাল করে দেখেন বল মাঠে ড্রপ খাওয়ার পর ক্যাচ ধরেন মুরলী। ফলে আউট নাকচ হয়। এরপরই ড্রেসিং রুমে উত্তেজিতভাবে দাঁড়িয়ে মুরলীকে অশ্রাব্য একটি গালি দেন স্মিথ। আগে বেঙ্গালুরু টেস্টে ডিআরএস নিতে ড্রেসিং রুমের সাহায্য চেয়ে বিতর্কে জড়ান স্মিথ। তারপর এবার গালিগালাজ। হয়তো খেলা শেষে সেই তিক্ততা রেখে ভারত ছাড়তে চাইছিলেন না তিনি। ফলে খেলা শেষে তাঁর আচরণের জন্য ক্ষমা চেয়ে নিলেন সকলের কাছে। জানালেন মাথা ঠিক না থাকায় তখন এমনসব কাণ্ড ঘটিয়ে ফেলেছেন। এদিন ক্ষমা চাওয়ার পাশাপাশি ভারতীয় দলের ভূয়সী প্রশংসা করেন স্মিথ। ভারতের মাটিতে ভারতই সেরা বলেও মেনে নেন। পাশাপাশি পিচ নিয়ে কোনও প্রশ্নের রাস্তায় না গিয়ে বরং ধরমশালা পিচের ভূয়সী প্রশংসা করেন অজি অধিনায়ক।

 


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button