Entertainment

স্বপ্না বর্মনের জীবন নিয়ে সিনেমা তৈরি করছেন সৃজিত

ভারতের সোনার মেয়ে তিনি। তিনি স্বপ্না বর্মন। জলপাইগুড়ির এই দামাল মেয়ে ভারতকে ২০১৮-র এশিয়ান গেমসের আসর থেকে হেপ্টাথেলনে এনে দিয়েছেন সোনার পদক। যা বাংলার জন্য সত্যিই গর্বের। অনেক বাধা। অনেক বিপত্তি। অর্থাভাবের করাল থাবা। একজন খেলোয়াড় হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে কঠিন পরিশ্রম। সেই সব লড়াইটাকে যেন সবটুকু আদর দিয়ে মুছে দিয়েছিল একটা সোনার পদক। বাংলার মেয়ে স্বপ্না বর্মনের সেই স্বপ্নপূরণকে সামনে রেখেই এবার তাঁর বায়োপিক বানাচ্ছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

Srijit Mukherji
ফাইল : সৃজিত মুখোপাধ্যায়, নিজস্ব চিত্র

সৃজিত একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন এই সিনেমা বানানোর কথা। তবে তিনি যে এই সিনেমা বানাতে চলেছেন তা আগেই খবরের শিরোনামে উঠে এসেছিল। এবার তা মান্যতা পেল খোদ পরিচালকরে হাত ধরে। সিনেমায় ২১ বছরের সোনার মেয়ে স্বপ্না বর্মনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে টলিউডের পরিচিত মুখ সোহিনী সরকারকে। তবে এতো শুধু অভিনয় নয়। স্বপ্নার চরিত্র ফুটিয়ে তুলতে সোহিনীকে লড়াইও করতে হবে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ
Swapna Barman
ফাইল : স্বপ্না বর্মন, ছবি – আইএএনএস

স্বপ্না বর্মনের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে পরিশ্রম শুরু করছেন সোহিনী। কারণ একজন অ্যাথলিটের জীবনকে ফুটিয়ে তুলতে গেলে তাঁর পরিশ্রমটাকেও ফুটিয়ে তুলতে হবে। তাঁর অধ্যবসায়, তাঁর জেদ, তাঁর লড়াই, দারিদ্রের সঙ্গে সংগ্রাম। সবই তুলে ধরা চাট্টিখানি কথা নয়। আপাতত সেই ওয়ার্কশপ শুরু করছেন সোহিনী।

Srijit Mukherji
ফাইল : সৃজিত মুখোপাধ্যায়, ছবি – আইএএনএস

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *