Sports

জুনে ফিরছে ফুটবল লিগ লা লিগা, ইঙ্গিত তেমনই

স্পেনের ক্লাব ফুটবল প্রতিযোগিতা লা লিগা কী আগামী জুনেই শুরু হয়ে যাচ্ছে? এই প্রশ্নের প্রায় উত্তরই দিয়ে দিলেন লা লিগা প্রেসিডেন্ট।

জার্মানি ইতিমধ্যেই জানিয়েই দিয়েছে তারা আগামী ১৬ মে থেকে জার্মানির ফুটবল লিগ বুন্দেশলিগা শুরু করতে চলেছে। ইউরোপ জুড়ে করোনা তাণ্ডবের মধ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। তবে ফাঁকা স্টেডিয়ামে ফুটবলারদের স্বাস্থ্য পরীক্ষা করিয়েই মাঠে নামিয়ে যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে এই ফুটবল প্রতিযোগিতার ম্যাচগুলি হবে বলেও জানানো হয়েছে। ইউরোপে বুন্দেশলিগার মতই লা লিগা অত্যন্ত জনপ্রিয় ক্লাব ফুটবল লিগ। এবার স্পেনের এই লিগ শুরু হতে চলেছে আগামী জুনে। অন্তত তেমনই ইঙ্গিত দিয়েছেন লা লিগা প্রেসিডেন্ট জাভিয়ের তেবাস।

কবে শুরু হতে পারে লা লিগা? আগে শোনা যাচ্ছিল ১৯ জুন শুরু হতে পারে লা লিগা। তেবাস জানাচ্ছেন, তাঁর ইচ্ছা লা লিগা ১২ জুন থেকে শুরু করার। তবে বুন্দেশলিগার মত একই রাস্তায় হেঁটে তিনিও চাইছেন যাবতীয় স্বাস্থ্য বিধি মেনেই শুরু হোক এই লিগ। সেক্ষেত্রে প্রত্যেক ফুটবলারকে পরীক্ষা করিয়ে তারপরই মাঠে নামানো হবে। এছাড়াও স্বাস্থ্যবিধি সম্পূর্ণ মানা হবে বলে জানিয়েছেন তেবাস। ফুটবলারদের যাবতীয় সুরক্ষা বজায় রাখা হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি।

তেবাস এটাও জানিয়েছেন যখন থেকে স্পেনে করোনা ছড়াতে শুরু করে তারপর থেকেই বন্ধ ফুটবল। গত মার্চ থেকেই ফুটবল ম্যাচ বন্ধ। তিনি চান এতদিন থমকে থাকা লা লিগার এবারের সিজন দ্রুত শেষ করতে। এজন্য একটি রাস্তাও বার করেছেন তিনি। তেবাস চাইছেন ১২ জুন থেকে যদি লা লিগা শুরু করা যায় তাহলে তারপর টানা ৩৫ দিন ম্যাচ খেলানো হবে। প্রতিদিনই ম্যাচ থাকবে। আর এভাবেই দ্রুত শেষ করা হবে লিগ। প্রসঙ্গত স্পেনে এখনও পর্যন্ত ২৬ হাজার ৭৪৪ জনের মৃত্যু হয়েছে করোনায়। আক্রান্ত ২ লক্ষ ৬৮ হাজারের ওপর মানুষ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *