Kolkata

মেয়র পদ থেকে শোভন চট্টোপাধ্যায়ের ইস্তফা এখন সময়ের অপেক্ষা?

দমকল ও আবাসন মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। সেই ইস্তফাপত্র গৃহীতও হয়েছে। তা রাজভবনে পাঠিয়েও দেওয়া হয়েছে। এই ২ দফতর আপাতত সামলাবেন মন্ত্রী ফিরহাদ হাকিম। মেয়র পদ থেকেও শোভন চট্টোপাধ্যায়কে তিনি ইস্তফা দিতে বলেছেন। এই কদিন কলকাতা পুরসভার চেয়ারম্যান খলিল আহমেদ পুরসভার কাজ সামলে নেবেন। এর আগেও ৩ বার মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। তখন গৃহীত হয়নি। এদিন গৃহীত হয়েছে। মঙ্গলবার নবান্ন থেকে বার হওয়ার মুখে সাংবাদিকদের একথা জানিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর একথা থেকে মোটামুটি সকলের কাছেই স্পষ্ট শোভন চট্টোপাধ্যায়ের মেয়র পদ থেকে ইস্তফা কেবল সময়ের অপেক্ষামাত্র।

ইতিমধ্যেই দমকল ও আবাসন মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর প্রবল ক্ষোভ জমছিল তাঁর বিরুদ্ধে। শোভন চট্টোপাধ্যায় সরকারি কাজে যথেষ্ট সময় দেননা। তিনি আপডেটেড থাকেননা। এমন অভিযোগ বারবার উঠছিল। এদিন বিধানসভায় গৃহহীনদের কতজন বাড়ি পেয়েছেন সেই প্রশ্নের উত্তর ভুল দেন শোভনবাবু। ভুল শুধরে দেন মুখ্যমন্ত্রী। কিন্তু শোভন চট্টোপাধ্যায়ের ওপর ফের একবার রুষ্ট হন তিনি। সূত্রের খবর, এরপর বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে শোভনবাবু হাজির হলে সেখানে কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়। মুখ্যমন্ত্রীর কড়া ধমকের মুখে পড়েন শোভনবাবু। সেখান থেকে বেরিয়ে নবান্নে একটি দমকলের অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রীর কাছে ধমক খান শোভনবাবু। তারপরই নিজের ঘরে ফিরে ইস্তফা দেন শোভনবাবু।

শোভনবাবুর ব্যক্তিগত জীবন নিয়ে মুখ্যমন্ত্রী বেশ কিছুদিন ধরেই ক্ষুব্ধ ছিলেন। বৈশাখী বন্দ্যোপাধ্যায় নামে এক মহিলার সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে তাঁর স্ত্রীয়ের সঙ্গে মনোমালিন্য চরমে ওঠে শোভনবাবু। যা সংবাদমাধ্যমের মুখরোচক খবরে পরিণত হয়। এদিকে এই পারিবারিক সমস্যা তাঁর সরকারি কাজে প্রভাব ফেলছে বলে বারবারই শোভনবাবুকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। সেই থেকেই প্রবল ক্ষোভ জমতে থাকে মুখ্যমন্ত্রীর মনে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *