World

একটা আরশোলাকে সায়েস্তা করতে গিয়ে আবাসনে আগুন লাগিয়ে দিলেন যুবতী

একটা আরশোলাকে সায়েস্তা করতে চেয়েছিলেন তিনি। সেটা করতে গিয়ে যা করলেন তাতে একটা আবাসনে আগুন লেগে গেল। সদ্য মা হওয়া মহিলার প্রাণও গেল।

একটা আরশোলা। যেটাকে সায়েস্তা করতে চেয়েছিলেন তিনি। চেয়েছিলেন আরশোলাটিকে একেবারে শেষ করে দিতে। সেটা করতে গিয়ে তিনি যে পথ নিলেন তা ভাবনার অতীত।

একটা ছোট আরশোলাকে চিরতরে শেষ করে দিতে তিনি একটি যন্ত্রের সাহায্যে আগুন ছুঁড়ে দেন আরশোলাটার দিকে। চেয়েছিলেন একেবারে পুড়ে যাক আরশোলা। কিন্তু তাতে যে পুরো আবাসনটাই জ্বলে যাবে সেটা আন্দাজ করতে পারেননি।

আরশোলাকে লক্ষ্য করে ছুঁড়ে দেওয়া আগুন আবাসনটিতে আগুন লাগিয়ে দেয়। ঘোরানো সিঁড়ির মাঝে যে ফাঁক থাকে সেই জায়গাটা জ্বলতে শুরু করে। আগুনের লেলিহান শিখা দেখে ফ্ল্যাটে ফ্ল্যাটে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আগুন থেকে বাঁচতে পালানোর চেষ্টা করেন বিভিন্ন ফ্ল্যাটের বাসিন্দা। কিন্তু সিঁড়িই তো আগুনের গ্রাসে! ক্রমশ ধোঁয়ায় ভরে যেতে থাকে চারধার। যা শ্বাসের কষ্টের কারণ হয়।

এক মহিলা সবে ২ মাস হল মা হয়েছেন। তিনি ও তাঁর স্বামী তাঁদের ২ মাসের সন্তানকে জানালা দিয়ে পড়শির হাতে তুলে দেন। তারপর নিজেরাও জানালা দিয়ে পাশের বাড়িতে যাওয়ার চেষ্টা করেন। স্বামী পারলেও মহিলা ৫ তলা থেকে নিচে পড়ে যান। সেখানেই জীবন যায় তাঁর।

আগুন পরে নিয়ন্ত্রণ করা হলেও ওই আবাসনের অনেকে অসুস্থ হয়ে পড়েন। একটা আরশোলাকে শেষ করতে গিয়ে যে কাণ্ড ওই যুবতী ঘটান তার জন্য তাঁকে গ্রেফতার করা হয়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়ায় ওসান শহরে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *