ঝড় ঝঞ্ঝা বাড়ছে, বিমানে নুডলস দেওয়া বন্ধ করছে বিমান সংস্থা
বিমানগুলি যাত্রাপথে মাঝেমধ্যেই ঝড় ঝঞ্ঝার শিকার হচ্ছে। তাই বিমানে যাত্রীদের নুডলস দেওয়া বন্ধ করে দিল একটি বিমান সংস্থা।
বিমান যখন আকাশে তখন যাত্রীরা চাইলে খাবার কিনে খেতে পারেন। আবার কিছু বিমান সংস্থা খাবার সরবরাহও করে। যা টিকিটের অন্তর্গত। তবে প্রয়োজনে বিমানে খাবার কিনে নেওয়ার সুবিধা থাকে।
কোরিয়ান এয়ার বিমান সংস্থা জানিয়ে দিয়েছে তারা এই খাবারের তালিকা থেকে ইনস্ট্যান্ট নুডলস বাদ দিচ্ছে। আগামী ১৫ অগাস্ট থেকে কোরিয়ান এয়ারের ইকোনমি ক্লাসে আর ইনস্ট্যান্ট নুডলস পাওয়া যাবেনা।
কারণ হিসাবে তারা বাড়তে থাকা ঝড় ঝঞ্ঝাকেই তুলে ধরেছে। প্রশ্ন হল বিমান আকাশে থাকাকালীন ঝড় ঝঞ্ঝার মত প্রাকৃতিক দুর্যোগের শিকার হওয়ার সঙ্গে যাত্রীদের নুডলস খাওয়ার কি সম্পর্ক? তাও পরিস্কার করেছে বিমান সংস্থা।
বিমান সংস্থার তরফ থেকে জানানো হয়েছে কোরিয়ান এয়ারে সফরকালে যাত্রীরা অনেকেই ইনস্ট্যান্ট নুডলস চান। বিমান সেবিকারা সেই ইনস্ট্যান্ট নুডলস তাঁদের জন্য এনে দেন। এই ইনস্ট্যান্ট নুডলস তৈরি করতে গরম জল লাগে।
এদিকে বিমান প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়লে তা নড়তে থাকে। তাতে গরম জল ছলকে পড়তে থাকে। বিমানের ইকোনমি ক্লাসে যাত্রীদের ভিড় থাকে। ফলে গায়ে গায়ে বসা যাত্রীদের ক্ষেত্রে বা যিনি নুডলস খাচ্ছেন তাঁরও গরম জলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
এমন ঘটনা ঘটছেও। তাই গরম জল ছলকে যাওয়ার সমস্যা মেটাতে ইনস্ট্যান্ট নুডলস মেনু থেকে বাদ দিচ্ছে কোরিয়ান এয়ার। তবে তা কেবল ইকোনমি ক্লাসের জন্যই প্রযোজ্য হতে চলেছে। উচ্চশ্রেণিতে সফররত যাত্রীদের ক্ষেত্রে নয়।
কারণ সেখানে যাত্রীদের ভিড় কম থাকে। তবে নুডলস বাদ গেলেও কোরিয়ান এয়ার যাত্রীদের জন্য পিৎজা বা স্যান্ডউইচের মত বেশ কয়েকটি খাবার যুক্ত করছে। যাতে যাত্রীরা অন্য খাবার ইচ্ছামত বেছে নিতে পারেন।













