Entertainment

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার সামান্য হলেও উন্নতি হয়েছে। চিকিৎসায় কিছুটা হলেও সাড়া দিচ্ছেন তিনি। তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

কলকাতা : তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল কদিন ধরে। চিকিৎসকেরাও চিন্তায় ছিলেন। কিছুই পরিস্কার হচ্ছিল না। জ্বর কমছিল না। ছটফট করছিলেন। ইনফেকশন ধরা পড়েছিল। কিন্তু বুধবার সন্ধেয় তাঁর করোনা পরীক্ষার পর থেকে ক্রমশ তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে। অর্থাৎ তিনি করোনাকে জয় করেছেন।

এত সমস্যা নিয়েও করোনাকে জয় করলেন পর্দার ফেলুদা। যিনি কোনিকে চিৎকার করে বলতেন ফাইট, কোনি ফাইট। সেই ক্ষিতিদা এবার ফাইট করলেন। আর জিতলেন যুদ্ধটা। করোনাকে হারিয়ে দিলেন তিনি।

সৌমিত্র চট্টোপাধ্যায় চিকিৎসাতেও সাড়া দিচ্ছেন বলে জানা গেছে। তাঁর রক্তে অক্সিজেন স্তর বৃদ্ধি পেয়ে এখন ৯৭। যা চিকিৎসকদের মতে একদম ঠিকঠাক। তাঁর জ্বরটাও আর নেই। নতুন করে জ্বর আসেনি।

গত মঙ্গলবার রাতে শেষ জ্বর এসেছিল। তারপর থেকে আর জ্বর নেই। তাঁর কিডনি ও লিভার ফাংশন ক্রমশ ভাল হচ্ছে। ইউরেনাল ইনফেকশনটাও কমেছে। রক্তচাপও কমেছে। শ্বাস জনিত সমস্যার উন্নতি হয়েছে।

সব মিলিয়ে ক্রমশ সুস্থ হচ্ছেন সৌমিত্রবাবু। তবে চিকিৎসকেরা তাঁকে সর্বক্ষণই পর্যবেক্ষণে রেখেছেন।

গত বছর তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তখন বেশ কয়েকদিন হাসপাতালে থাকার পর সুস্থ হয়ে ফেরেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

গত ১ অক্টোবর ভারতলক্ষ্মী স্টুডিও-তে সৌমিত্র চট্টোপাধ্যায় শ্যুটিংয়ে যান। পরের শ্যুটিংয়ের দিন ধার্য হয়েছিল ৭ অক্টোবর। কিন্তু তার আগেই তাঁর করোনা রিপোর্ট হাতে আসে।

গত ৫ অক্টোবর সৌমিত্রবাবু ভর্তি হন হাসপাতালে। প্রথম দিকে কিছুটা সুস্থ থাকলেও তারপর থেকে ক্রমশ তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁকে আইসিইউতে রাখা হয়।

১৫ সদস্যের একটি চিকিৎসক দল গঠন করা হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসার জন্য। অনেকে মনে করছেন শ্যুটিংয়ে বার হওয়ায় আক্রান্ত হয়ে থাকতে পারেন তিনি।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করছে গোটা টলিউড সহ তাঁর আপামর অনুরাগী। বাংলা সিনেমা জগতে সৌমিত্র চট্টোপাধ্যায় এক স্তম্ভ হয়ে রয়েছেন।

Show More

News Desk

নীলকণ্ঠে যে খবর প্রতিদিন পরিবেশন করা হচ্ছে তা একটি সম্মিলিত কর্মযজ্ঞ। পাঠক পাঠিকার কাছে সঠিক ও তথ্যপূর্ণ খবর পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা থেকে নীলকণ্ঠের একাধিক বিভাগ প্রতিনিয়ত কাজ করে চলেছে। সাংবাদিকরা খবর সংগ্রহ করছেন। সেই খবর নিউজ ডেস্কে কর্মরতরা ভাষা দিয়ে সাজিয়ে দিচ্ছেন। খবরটিকে সুপাঠ্য করে তুলছেন তাঁরা। রাস্তায় ঘুরে স্পট থেকে ছবি তুলে আনছেন চিত্রগ্রাহকরা। সেই ছবি প্রাসঙ্গিক খবরের সঙ্গে ব্যবহার হচ্ছে। যা নিখুঁতভাবে পরিবেশিত হচ্ছে ফোটো এডিটিং বিভাগে কর্মরত ফোটো এডিটরদের পরিশ্রমের মধ্যে দিয়ে। নীলকণ্ঠ.in-এর খবর, আর্টিকেল ও ছবি সংস্থার প্রধান সম্পাদক কামাখ্যাপ্রসাদ লাহার দ্বারা নিখুঁত ভাবে যাচাই করবার পরই প্রকাশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *