Entertainment

ঘোষণা হল দিন, আগামী সপ্তাহে বিয়ের পিঁড়িতে বসছেন সোনম

ফিসফাস শুরু হয়েছিল ২০১৮ এর শুরুতেই। এপ্রিলেই নাকি শ্বশুরমশাই হতে চলেছেন অনিল কাপুর! রাজস্থানের জোধপুরে উমেদ ভবনের রাজপ্রাসাদে মেয়ে সোনম কাপুরের কন্যাদান করতে চলেছেন ‘মিঃ ইন্ডিয়া’। সেই খবর যে পুরোটাই ভুয়ো ছিল তা টের পাওয়া যায় এপ্রিলে পা পড়তেই। তবে কথায় বলে যা রটে তার কিছুটা ঘটে। মে মাসে পা দিতে না দিতেই আসল খবর সামনে আনল খোদ কাপুর পরিবার। এপ্রিল নয়, মে মাসের ৮ তারিখে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন ‘রাঞ্ঝনা’, ‘নীরজা’, ‘প্যাডম্যান’ খ্যাত অভিনেত্রী সোনম কাপুর।

দীর্ঘদিনের প্রেমিক শিল্পপতি আনন্দ আহুজার সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন অনিল তনয়া। ‘লাভ বার্ড’-দের শুভবিবাহ উপলক্ষ্যে এখন থেকেই মনোহর আলোকমালায় সেজে উঠেছে মুম্বইয়ের জুহুতে অনিল কাপুরের বাংলো। বিয়ের আগে অনুষ্ঠিত হবে মেহেন্দি, সঙ্গীত। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। তাই নাচে-গানে আসর জমিয়ে তুলতে উঠে পড়ে লেগেছেন অনিল কাপুর। খবর রটেছে, বলিউডের বিখ্যাত নৃত্য সঞ্চালক ফারহা খানের প্রশিক্ষণে চলছে নাচের অনুশীলন। অনুশীলনে অংশ নিয়েছেন কাপুর পরিবারের অন্যান্য সদস্যরা। যাঁদের মধ্যে প্রয়াত শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুর, রণবীর কাপুর, অর্জুন কাপুর, করণ জোহরের মত বিখ্যাত বলি তারকারা আছেন। হবু পাত্রীর বিয়ের কেনাকাটাও নাকি প্রায় শেষ। সবমিলিয়ে ফের একটি হাই প্রোফাইল বিয়ের জন্য তৈরি গোটা বলিউড। তবে অনিল কাপুরের বৌদি শ্রীদেবীর মৃত্যুর পর মাত্র ২ মাস কেটেছে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গোটা পরিবার। এই অবস্থায় তাড়াহুড়ো করে এই বিয়ে নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলছেন কেউ কেউ। তবে সেসব কথা থাক। এখন দেখার অনিল কাপুরের একমাত্র মেয়ের বিয়ের জাঁকজমক কতটা ধাঁধিয়ে দেয় দেশবাসীর চোখ।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button