Kolkata

সঙ্কটজনক সোমনাথ চট্টোপাধ্যায়


শারীরিকভাবে সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হল লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়কে। শুক্রবার সন্ধ্যা থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। রাতে ভর্তি করা হয় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গেছে সোমনাথবাবুকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছে। তাঁর ডায়ালিসিসও চলছে।


বার্ধক্য জনিত সমস্যা নিয়ে দীর্ঘদিন হাসপাতালে ছিলেন তিনি। চলতি মাসের শুরুতে শারীরিক অবস্থার উন্নতি হলে সোমনাথবাবুকে বাড়ি নিয়ে যাওয়া হয়। গত বুধবারও সমস্যা হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। তিনি মূলত ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি-তে আক্রান্ত। সে জন্যই শ্বাসকষ্ট ও হৃদরোগ নিয়ে শুক্রবার তিনি হাসপাতালে আসেন বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।


শুক্রবার রাতে হাসপাতালের চিকিৎসকরা সোমনাথ চট্টোপাধ্যায়য়ের অবস্থা সঙ্কটজনক বলেই জানান। তাঁর রক্তে সংক্রমণ ধরা পড়েছে বলেও জানা গেছে।
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *