ডিসেম্বরে রাতের আকাশে দেখা যাবে গ্রহরাজের ঝলমলে রূপ, সুযোগ ছাড়বেন না
ডিসেম্বরে মহাকাশে দেখা যেতে চলেছে গ্রহরাজকে। একদম অন্য রূপে। ঝলমলে রূপ নিয়ে দেখা যেতে চলেছে তাকে। অনেকটা উজ্জ্বল হবে তার দর্শন।
মহাকাশে এমন নানা ঘটনা ঘটে চলেছে যার কিছু দেখার সুযোগ পান পৃথিবীর মানুষ। মহাকাশের অনেক নামকে চোখে দেখার সুযোগ হয়। ডিসেম্বর মাসে এমনই এক সুযোগ হাতে আসতে চলেছে। মহাকাশে দেখা যেতে চলেছে গ্রহদের রাজাকে। রাতের আকাশে দেখা যাবে তাকে।
গ্রহদের রাজা বলার পর কারও আর বুঝতে বাকি নেই কার কথা বলা হচ্ছে। হ্যাঁ, বৃহস্পতিগ্রহের দর্শন পাওয়া যেতে চলেছে। যা রাতের আকাশে অনেকটাই উজ্জ্বল দেখাবে।
তবে একদম খালি চোখে দেখা যাবেনা। মোটামুটি একটা টেলিস্কোপ হলেই হবে। এমনকি শক্তিশালী বাইনোকুলার হলেও দেখা যাবে তাকে।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, ১৬১০ সালে বৃহস্পতিগ্রহ এবং তার ৪টি বৃহৎ উপগ্রহকে সেই সময়ে তৈরি টেলিস্কোপে নজর দিয়ে দেখেছিলেন গ্যালিলিও। তাহলে এতদিন পর টেলিস্কোপ তো অন্য মাত্রায় পৌঁছে গেছে।
তবে পেশাদার টেলিস্কোপ না হয়ে সাধারণ একটি আকাশে দেখার টেলিস্কোপ পেলেই হবে। অথবা শক্তিশালী বাইনোকুলার। তাতে উজ্জ্বল ঝলমলে দেখাবে বৃহস্পতিকে। এমনকি তার উপগ্রহদের একটা দুটোও দেখা যাবে বাইনোকুলারে।
বৃহস্পতি হল সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ। সেই বৃহস্পতি এমন জায়গায় অবস্থান করবে ডিসেম্বরে যে রাতের আকাশে তাকে আরও উজ্জ্বল ও আরও ভাল করে দেখার সুযোগ পাবেন সকলে। রাতের আকাশে শুক্রগ্রহ বা মঙ্গলগ্রহকে খালি চোখেই দেখতে পান পৃথিবীর মানুষ। তবে বৃহস্পতিকে খালি চোখে দেখা যায়না।