পৃথিবীর আর ১টি নয়, ২টি চাঁদ, কীভাবে দেখা যাবে তাকে
পৃথিবীর উপগ্রহ একটিই। সেটা হল চাঁদ। এটা তো শিশুদেরও জানা। কিন্তু রবিবার থেকে পৃথিবীর আর ১টি চাঁদ রইল না। হয়ে গেল ২টি চাঁদ।
সৌরমণ্ডলের গ্রহগুলির কয়েকটির উপগ্রহ রয়েছে। যারা সেই গ্রহগুলিকে প্রদক্ষিণ করে চলেছে। শনিগ্রহের উপগ্রহ সংখ্যা ১৪৬টি। বৃহস্পতির ৯৫টি। লাল গ্রহ মঙ্গলের উপগ্রহ সংখ্যা ২টি। পৃথিবীর তেমন ১টি উপগ্রহ।
পৃথিবীর উপগ্রহের নাম চাঁদ। আর সেটা নতুন করে কাউকে বলার অপেক্ষা রাখে না। যেটা বলার অপেক্ষা রাখে সেটা হল পৃথিবী চাঁদ ছাড়া আরও ১টি উপগ্রহ পেয়েছে। তবে সে উপগ্রহ চাঁদের মত স্থায়ী নয়, অস্থায়ী।
পৃথিবীর ছোট্ট চাঁদ হিসাবে তার আয়ু ৫৩ দিন। তারপর তা পৃথিবীর কক্ষ ছেড়ে নিজের পথে পাড়ি দেবে। তবে তার আগে ৫৩ দিন তা পৃথিবীকে প্রদক্ষিণ করবে।
যদিও প্রদক্ষিণ সম্পূর্ণ করার আগেই সে ছিটকে বেরিয়ে যাবে কক্ষ থেকে। এসব অবশ্য পরের কথা। রবিবার ২৯ সেপ্টেম্বর থেকে পৃথিবী পেয়েছে একটি নতুন ছোট চাঁদ। যার ব্যস ১০ মিটার।
চাঁদের ব্যস ৩ হাজার ৪৭৬ কিলোমিটার। সেখানে এই ছোট্ট চাঁদের মাত্র ১০ মিটার। এটি এতটাই ছোট যে খালি চোখে তা দেখার কোনও সম্ভাবনা নেই।
ফলে যদি কেউ চান যে ছাদে উঠে পৃথিবীর দ্বিতীয় চাঁদকে একটু চোখের দেখা দেখবেন, তাহলে তিনি ব্যর্থ হবেন। এমনকি যাঁদের কাছে পেশাদার টেলিস্কোপ নেই, তাঁরাও এই ছোট্ট চাঁদকে হয় দেখতে পাবেন না, বা পেলেও খুব ক্ষীণভাবে দেখতে পাবেন।
এটিকে দেখতে গেলে দরকার পেশাদার টেলিস্কোপ। এটি আদপে একটি ৩৩ ফুটের গ্রহাণু। যা এদিন পৃথিবীর কাছে পৌঁছেছে। ফলে পৃথিবীর মাধ্যাকর্ষণের আওতায় পড়ে গেছে।
এদিন থেকে ২৫ নভেম্বর পর্যন্ত এখন পৃথিবীকে একটি কক্ষ ধরে প্রদক্ষিণ করতে থাকবে এই গ্রহাণুটি। যার নাম ২০২৪ পিটি৫। তারপর কক্ষ থেকে ছিটকে বেরিয়ে যাবে এই গ্রহাণু। ফের পৃথিবী ১টি চাঁদে ফিরে আসবে।