Lifestyle

গ্রীষ্মে পুরুষাঙ্গ ঠান্ডা রাখবে জাঙ্গিয়া, বাড়াবে স্পার্ম কাউন্টও, দাবি প্রস্তুতকারী সংস্থার

বৈশাখে পা পড়তেই ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা লোকজনের। বেলা বাড়লেই সর্বাঙ্গ জুড়ে ঘামের বন্যায় কাহিল হয়ে পড়ছে শরীর। ভেজা ভেজা ঘেমো ভাব থেকে একসময় দেখা দেয় নানা ত্বকের সমস্যা। ঘামে অস্বস্তির শিকার হয় দেহের গোপনাঙ্গও। অনেকসময় গরমে অসুরক্ষিত অন্তর্বাস ব্যবহারের ফলে দেখা দেয় যৌন সমস্যাও। ভেজা অপরিচ্ছন্ন অন্তর্বাসের কারণে নাকি কমে যেতে পারে পুরুষদের স্পার্ম কাউন্টও! ক্ষতিগ্রস্ত হতে পারে অণ্ডকোষও।

প্রবল গরমে গোপনাঙ্গ সুরক্ষিত করতে তাই অনেকদিন ধরেই গবেষণা চলছিল। সম্প্রতি ঝলসে দেওয়া গরম থেকে বাঁচতে বাজারে হাজির হয়েছে ‘স্নোবলস’ নামে জাঙ্গিয়া। প্রস্তুতকারী সংস্থার দাবি, পুরুষদের জন্য নতুন ধরণের এই অন্তর্বাস যৌনাঙ্গকে শীতল রাখতে সাহায্য করবে। সঙ্গে আছে ৩টি ‘কুলিং জেল’-এর টিউব। অন্তর্বাস পরিধান এবং জেল ব্যবহারের নিয়ম কানুন জানাতে সংস্থা তৈরি করেছে একটি গাইডবুকও। শুধু দেহের গোপনাঙ্গকে শীতল রাখাই নয়, এই জাঙ্গিয়া নাকি পুরুষদের স্পার্ম কাউন্ট স্বাভাবিক রাখতেও সহায়ক! অন্তত তেমনই দাবি করছেন ‘স্নোবলস’ নির্মাতারা।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button