Kolkata

স্মার্ট সিটি নিউ টাউন

Rajarhat New Townতালিকায় ছিলই। শুধু কবে হবে তা নিয়ে চলছিল জল্পনা। সেই জল্পনার সমাপ্তি হল মঙ্গলবার। নিউ টাউনকে স্মার্ট সিটি হিসাবে ঘোষণা করল কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক। কেন্দ্রের স্মার্ট সিটি প্রকল্পে মঙ্গলবার কেন্দ্রীয় নগরোন্নয়নমন্ত্রী বেঙ্গকাইয়া নাইডু যে ১৩টি শহরকে স্মার্ট সিটি হিসাবে ঘোষণা করলেন তারমধ্যে নিউ টাউনের নাম রয়েছে।

স্মার্ট সিটির তালিকা প্রকাশের এটি ছিল দ্বিতীয় ধাপ। প্রথম ধাপে ২০টি শহরের নাম ঘোষণা করেছিল কেন্দ্র। কিন্তু সেই ২০টির তালিকায় রাজ্যের একটি শহরেরও নাম ছিলনা। এদিন নিউ টাউন সেই আক্ষেপ মুছে দিল। নিউ টাউনের হাত ধরে স্মার্ট সিটি থাকা রাজ্যের তালিকায় নাম উঠে গেল পশ্চিমবঙ্গেরও।


Show More

News Desk

নীলকণ্ঠে যে খবর প্রতিদিন পরিবেশন করা হচ্ছে তা একটি সম্মিলিত কর্মযজ্ঞ। পাঠক পাঠিকার কাছে সঠিক ও তথ্যপূর্ণ খবর পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা থেকে নীলকণ্ঠের একাধিক বিভাগ প্রতিনিয়ত কাজ করে চলেছে। সাংবাদিকরা খবর সংগ্রহ করছেন। সেই খবর নিউজ ডেস্কে কর্মরতরা ভাষা দিয়ে সাজিয়ে দিচ্ছেন। খবরটিকে সুপাঠ্য করে তুলছেন তাঁরা। রাস্তায় ঘুরে স্পট থেকে ছবি তুলে আনছেন চিত্রগ্রাহকরা। সেই ছবি প্রাসঙ্গিক খবরের সঙ্গে ব্যবহার হচ্ছে। যা নিখুঁতভাবে পরিবেশিত হচ্ছে ফোটো এডিটিং বিভাগে কর্মরত ফোটো এডিটরদের পরিশ্রমের মধ্যে দিয়ে। নীলকণ্ঠ.in-এর খবর, আর্টিকেল ও ছবি সংস্থার প্রধান সম্পাদক কামাখ্যাপ্রসাদ লাহার দ্বারা নিখুঁত ভাবে যাচাই করবার পরই প্রকাশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button