গণেশের প্রিয় হল মোদক, মোদক শব্দের অর্থ কি, বুঝিয়ে বললেন বিখ্যাত অভিনেত্রী
ভগবান গণেশের প্রিয় হল মোদক। মোদক একটি বিশেষ ধরনের মিষ্টি। যা গণেশ পুজোয় দেওয়া হয়। এই মোদকের আসল মানে কি, সেটা বুঝিয়ে বললেন বিখ্যাত অভিনেত্রী।

মোদক শব্দটা এখন বাঙালিদের কাছেও পরিচিত। মহারাষ্ট্র সহ দক্ষিণ ভারতে ভগবান গণেশের পুজো হয় ধুমধাম করে। এখন গণেশ পুজো বাংলাতেও বাড়ছে। যা সদ্য শেষ হওয়া গণেশ চতুর্থী উপলক্ষে দেখাও গেছে।
ভগবান গণেশের প্রিয় মিষ্টি হল মোদক। তাই তাঁর পুজোয় মোদক দেওয়ার চল রয়েছে। মোদক দেখতেও একটি বিশেষ ধরনের হয়। নানা ধরনের মোদক হয়। বাংলায় গণেশ পুজো বেড়ে চলায় এখন অনেক দোকানও গণেশ পুজোর সময় মোদক তৈরি করছে।
কিন্তু কি এই মোদক? মোদক তো ভগবানকে প্রসাদ হিসাবে সাজিয়ে দেওয়া হয়। কিন্তু তার মানে কি? বিখ্যাত অভিনেত্রী শ্রিয়া পিলগাঁওকর মোদকের অর্থ সকলকে বুঝিয়ে বললেন। আর সেটা বোঝাতে গিয়ে তাঁকে ফিরতে হয় সংস্কৃতে।
সংস্কৃত ভাষায় মোদক শব্দটি রয়েছে। যার অর্থ হল আনন্দ। এমনকিছু যা আনন্দ দেয়। শ্রিয়া মজা করে বলেন মোদকের অর্থ যে আনন্দ তা একেবারেই সত্য। কারণ তিনি মোদক পেলে দারুণ খুশি হয়ে যান।
তাঁর সমাজ মাধ্যমের পাতায় শ্রিয়া তাঁর মামার বাড়িতে কীভাবে মহারাষ্ট্রের বিখ্যাত উকাদিচে মোদক বানানো হয় সেটাও দেখিয়েছেন। প্রসঙ্গত শ্রিয়া পিলগাঁওকর এখন সিনেমার পর্দা থেকে ওটিটি-র পর্দা, সর্বত্র বেশ পরিচিত মুখ।
একের পর এক চরিত্রে তিনি সফল। ফলে কাজের চাপও রয়েছে। তার মাঝেই সম্প্রতি তিনি একাই বেড়িয়ে এসেছেন ইংল্যান্ড থেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা