Entertainment

করোনা কাটলে দেশে পর্যটন শিল্পে জোয়ার আসবে, মনে করছেন বাঙালি পরিচালক

সুজিত মনে করছেন চলতি বছরের শেষের দিকেই করোনা উদ্বেগ কেটে স্বাভাবিক অবস্থা ফিরবে এবং তখন দেশের বিভিন্ন প্রান্তে পর্যটকের ঢল নামবে।

করোনা মহামারির এই সময় একদিন কেটে যাবে। তারপর দেশজুড়ে পর্যটন শিল্পে জোয়ার আসবে বলে মনে করছেন পরিচালক সুজিত সরকার। কেন এমনটা মনে হচ্ছে তাঁর তাও পরিস্কার করেছেন তিনি।

সুজিত মনে করছেন চলতি বছরের শেষের দিকেই করোনা উদ্বেগ কেটে স্বাভাবিক অবস্থা ফিরবে এবং তখন দেশের বিভিন্ন প্রান্তে পর্যটকের ঢল নামবে। দেশে কখনও পর্যটন শিল্প এত জোয়ার দেখেনি যা তখন দেখবে বলেও মনে করছেন তিনি।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

সুজিত সরকারের মতে, করোনা উদ্বেগ কেটে গেলে মানুষ যখন বেড়াতে বার হতে পারবেন তখন অনেকেই বিদেশে যাওয়া এড়িয়ে চলবেন। করোনা সংক্রমণ থেকে দূরে থাকতে সকলেই চাইবেন দেশের বাইরে নয়, দেশের মধ্যেই কোথাও ঘুরতে যেতে।

এখন ভারতীয়দের একটা অংশ বিদেশে বেড়াতে চলে যান। কিন্তু করোনা সংক্রমণের ভীতি তাঁদের আর বাইরে যেতে উৎসাহ দেবে না। তাই তাঁরাও দেশের মধ্যেই ঘুরবেন।

দেশে যে পর্যটন শিল্পে জোয়ার আসার কথা মনে করছেন সুজিত সরকার তা কিন্তু দেশের মানুষের হাত ধরেই আসবে বলে মনে করছেন তিনি। যা দিনের শেষে দেশের পর্যটন শিল্পকে দারুণ চাঙ্গা করে তুলবে। মানুষ ছুটিতে দেশের বিভিন্ন প্রান্তেই ছুটি কাটাবেন।

নেটিজেনরা সুজিত সরকারের এই ভাবনাকে সঠিক বলেই মনে করছেন। সেইসঙ্গে তাঁরা যোগ করেছেন, করোনার জেরে দেশে যেভাবে বিমান পরিবহণ মুখ থুবড়ে পড়েছে। সেই ক্ষেত্রটিও ওই সময় চাঙ্গা হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *