Entertainment

অনাবৃত উর্ধ্বাঙ্গ, সোশ্যাল সাইটে ঝড় তুললেন অভিনেত্রী

Published by
News Desk

কখনও টেডি বেয়ার। কখনও বার্বি ডলের তুলতুলে গোলাপি রঙের মিনি স্কার্ট। শরীরী মাদকতার নেশা ছড়াতে শার্লিন চোপড়ার জুড়ি মেলা ভার। প্রচারের আলোয় থাকাটাও ভীষণ জরুরি। তাই এবার শরীরের উর্ধ্বাঙ্গ অনাবৃত করে ভক্তদের সামনে হাজির হলেন ‘কামসূত্র’-এর নায়িকা। সম্প্রতি ইন্সটাগ্রামে ‘সুপার বোল্ড’ অবতারের নিজের একটি ছবি পোস্ট করেছেন শার্লিন। ছবিতে দেখা যাচ্ছে, শার্লিনের তন্বী কোমরে অষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে গোলাপি রঙের মখমলে স্কার্ট। স্কার্টের উপরের অংশে গভীর নাভি প্রদেশের তির্যক হাতছানি। শরীরে কাপড় বলতে ওইটুকুই। আংশিক স্তন যুগল কোনওক্রমে আগলে রাখা আছে দুই হাতের তালুর আড়ালে। ছবিতে শার্লিনের এমন রূপ দেখে চোখ কপালে উঠেছে অনুরাগীদের। ‘দিল বোলে হাড়িপ্পা’-র অভিনেত্রীর মোহময়ী আবেদনের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছে নেটিজেনদের একাংশ। কেউ কেউ আবার এভাবে ছবি পোস্টকে শালীনতার উর্ধ্বে যাওয়া হিসাবেই ব্যাখ্যা করছেন। ফলে শার্লিনের ওপর কিঞ্চিত ক্ষুব্ধ তাঁরা।

ইন্সটাগ্রামে পা ফেলার দিন থেকে একের পর ঝড় তুলে যাচ্ছেন প্রথম ভারতীয় প্লেবয় গার্ল। শার্লিন মানেই সর্পিল চাবুকে যৌবনের উষ্ণ আঁচ। যা বারবার ধরা পড়েছে সোশ্যাল সাইটে তাঁর ছবি পোস্টে। এই বিষয়ে কোনওদিন ভক্তদের হতাশ করেননি শার্লিন। এবারেও করলেননা। ইন্সটাগ্রামে লোমশ টেডিতে ঢাকা নগ্ন শরীরের ছবি ঝড় তোলার পর ফের উর্ধ্বাঙ্গ অনাবৃত করে চর্চার কেন্দ্রে উঠে এলেন বিতর্ক প্রিয় অভিনেত্রী।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Share
Published by
News Desk

Recent Posts