Entertainment

এক ঝলকে শশী কাপুরের অভিনীত কিছু বিখ্যাত সিনেমা

অমৃতলোকে পাড়ি দিয়েছেন শশী কাপুর। রাজ, শাম্মি ও শশী, ভারতীয় সিনেমার ইতিহাসে এই থ্রি মাস্কেটিয়ার্স ভাইয়ের কথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ৩ ভাই নিজের নিজের কাজের ধরণে নিজের সময়ে চূড়ান্ত সফল। সেই ৩ প্রতিভার শেষজন সপ্তাহখানেক হতে চলল চলে গেছেন চিরঘুমের দেশে। নিজের গ্ল্যামার, অভিনয় দক্ষতা, ডায়লগ ডেলিভারি, স্ক্রিন প্রেজেন্স দিয়ে শশী তাঁর সময়ের আপামর ফ্যান থেকে সমসাময়িক নায়িকাদের মন কেড়ে নিয়েছিলেন। যাঁর ছবি দেখে অমিতাভ বচ্চন পর্যন্ত একসময় ভেবেছিলেন হয়ত বম্বের ফিল্ম জগত তাঁর জন্য নয়, শশীর মত অনন্যসুন্দর পুরুষরাই সেখানে রাজা, সেই শশী কাপুর অভিনীত বিখ্যাত কয়েকটি সিনেমার নাম তালিকাভুক্ত করা হল। যা মনে করিয়ে দেবে ৬০-৭০-৮০-র দশকের ক্লাসিক হিন্দি ছবির নস্টালজিয়া।

ওয়াক্ত, জব জব ফুল খিলে, প্যায়ার কিয়ে যা, আমনে সামনে, কন্যাদান, জুয়ারি, হাসিনা মান জায়েগি, এক শ্রীমান এক শ্রীমতি, রাজা সাব, প্যায়ার কা মওসম, অভিনেত্রী, বম্বে টকি, সুহানা সফর, রুঠা না করো, মাই লাভ, শর্মিলী, পতঙ্গা, চোরি চোরি, সিদ্ধার্থ, জানয়ার অওর ইনসান, আ গলে লগ জা, নয়না, বচন, ইনসানিয়ত, চোর মাচায়ে শোর, ৫ রাইফেলস, রোডি কাপড়া অওর মকান, পাপ অওর পুণ্য, জীবন সংগ্রাম, সলাখেন, আনাড়ি, দিওয়ার, চোরি মেরা কাম, কভি কভি, শংকর দাদা, ফকিরা, দিওয়াঙ্গি, ইমান ধরম, সত্যম শিবম সুন্দরম, ত্রিশূল, দো মুসাফির, হিরালাল পান্নালাল, অতিথি, জুনুন, কালা পত্থর, সুহাগ, দো অর দো পাঁচ, এক দো তিন চার, শান, সমম্বর, কালা পানি, গঙ্গা অওর সুরজ, প্যার তো হোনা হি থা, ক্রান্তি, কলিযুগ, সিলসিলা, বসেরা, এক অওর এক গ্যারাহ, মান গয়ে উস্তাদ, নমক হালাল, বেজুবান, বিজেতা, ঘুঁগরু, ঘর এক মন্দির, জমিন আসমান, উৎসব, পাখণ্ডি, বেপনাহ, অলগ অলগ, আনজাম


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এখানেই শেষ নয়। শশী কাপুরের ঝুলিতে রয়েছে মোট ১৬৮টি সিনেমা। সব হয়ত দিয়ে ওঠা সম্ভব হল না। তবে আমাদের চেষ্টা যে ছবিগুলি শশী কাপুরের নামের সঙ্গে চিরন্তন হয়ে গেছে, সেগুলিকে তুলে ধরা। এমনকি সন্দীপ রায়ের পরিচালনায় প্রথম ফেলুদার চরিত্রেও কিসসা কাঠমান্ডু কা সিনেমায় দেখা গিয়েছিল হিন্দি সিনেমা জগতের এই কিংবদন্তীকে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *