Entertainment

মীরাকে খুশি করতে এটাও করলেন শাহিদ কাপুর

বলিউড তারকা শাহিদ কাপুর ও মীরা রাজপুতের বিয়ে হয়েছে ৫ বছর হয়ে গেল। স্ত্রীকে খুশি করতে এবার এটাও করলেন শাহিদ।


মুম্বই : বলিউডের প্রথমসারির অভিনেতাদের মধ্যেই পড়েন তিনি। ব্যস্ত অভিনেতা। তবে করোনা উদ্বেগে এখন কাজকর্ম সব বন্ধ। সকলেই বাড়িতে। বাড়িতে শাহিদ কাপুরের সময় কাটানো, স্ত্রীকে সময় দেওয়া, সন্তানদের সময় দেওয়া, এভাবেই কাটাচ্ছেন শাহিদ। তারমাঝেই স্ত্রী মীরার জন্য খুন্তি ধরলেন শাহিদ। বিয়ের পর ৫ বছরে এই প্রথমবার।


মীরা রাজপুত জানিয়েছেন শাহিদ কাপুরের সঙ্গে ২০১৫ সালে বিয়ের পর থেকে এই প্রথম তাঁকে কিছু রেঁধে খাওয়ালেন শাহিদ। পাস্তার একটি রেসিপি তৈরি করেন শাহিদ। যা মীরার মতে পাস্তার সেরা রেসিপি। স্বামীর হাতে পাস্তা খেয়ে কার্যত আপ্লুত মীরা। তাঁর খুশি তিনি শেয়ার করে নিয়েছেন সোশ্যাল সাইটে। শাহিদ-মীরার ১ ছেলে, ১ মেয়ে। মেয়ে বড়। নাম মিশা। ছেলের নাম জাইন।


শাহিদকে এর আগে দেখা গিয়েছিল দক্ষিণী সুপারহিট সিনেমা ‘অর্জুন রেড্ডি’-র হিন্দি রিমেক ‘কবীর সিং’-এ। এবার ফের তিনি দক্ষিণী সিনেমার রিমেকে। এবারও দক্ষিণে সুপারহিট সিনেমার রিমেক হচ্ছে। এক্ষেত্রে অবশ্য সিনেমার নাম একই রাখা হচ্ছে। দক্ষিণী সিনেমা ‘জার্সি’-র হিন্দি ভার্সন হচ্ছে। এক্ষেত্রেও নাম জার্সি। সিনেমায় রয়েছেন শাহিদ কাপুরের সঙ্গে তাঁর বাবা পঙ্কজ কাপুর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা




Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *