Entertainment

দাঁত মাজার মত এটাও একটা অভ্যাস, কি নিয়ে বললেন শাহরুখ খান

শাহরুখ খানের মতে এটাও একটা অভ্যাসে পরিণত হয়েছে। ঠিক যেমন দাঁত মাজা তেমনই। কি নিয়ে একথা বললেন সুপারস্টার শাহরুখ খান?

‘পাঠান’ সাফল্য পাওয়ার পর এখন শাহরুখ খান প্রায়ই খবরের শিরোনামে উঠে আসছেন। আগে আসতেন না এমনটা নয়। তবে এখন তা আরও একটু বেড়েছে। আরও বেড়েছে তাঁর দ্যা রোমান্টিক্স নামে তথ্যচিত্রকে সামনে রেখে।

সেখানেই শাহরুখ খান জানালেন কি ভারতীয়দের ডিএনএ-তে প্রবেশ করে গেছে। মানে তিনি বোঝাতে চাইলেন এটা ভারতীয়দের জিনে প্রবেশ করেছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

সহজ করে বলতে গিয়ে তিনি বলেন মানুষ যেমন দৈনন্দিন জীবনে দাঁত মাজেন, ঠিক তেমনই হিন্দি সিনেমা ভারতীয়দের দৈনন্দিন জীবনে প্রবেশ করেছে। হিন্দি সিনেমা একটা অভ্যাসে পরিণত হয়েছে বলে বোঝানোর চেষ্টা করেন তিনি। যা ভারতীয়দের জিনে প্রবেশ করেছে।

বলিউডের কিং খানের মতে, হিন্দি সিনেমা ভারতীয়দের জীবনের অঙ্গে পরিণত হয়েছে। ভারতে যাঁরা সিনেমা প্রস্তুত করেন তাঁরা এখনও গানকে গুরুত্ব দেন সিনেমায়। মানুষকে আনন্দ দেয় হিন্দি সিনেমা।

একই ভাবে হিন্দি সিনেমার প্রশংসা শোনা গেছে করণ জোহর, অভিষেক বচ্চনদের গলায়। ভারতের বিভিন্ন প্রান্তের প্রাকৃতিক সৌন্দর্যের বৈভিন্নতা সিনেমায় একটা বড় ভূমিকা নিয়েছে বলে মনে করেন পরিচালক করণ জোহর।

আবার অভিষেকের মতে, ভারতীয় সিনেমা নিজের জায়গায় একদম মৌলিক। সব মিলিয়ে ভারতীয় সিনেমা তথা হিন্দি সিনেমার প্রশংসা শোনা গেছে রোমান্টিক্স-এ।

সেটা স্বাভাবিকও বটে। শাহরুখ থেকে করণ জোহর সকলকেই পরিচিতির শিখরে পৌঁছে দিয়েছে হিন্দি সিনেমা ও তার দর্শকই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *