মাটির তলা থেকে বেরিয়ে এল ৮০ বছর পুরনো আতঙ্ক, ফাঁকা হল এলাকা
চারধারে বহু মানুষের বাস। রয়েছে শপিং মল। জমজমাট এলাকা। সেই এলাকা কার্যত ফাঁকা হয়ে গেল। কারণ মাটির তলা থেকে ৮০ বছর পর উঁকি দিল আতঙ্ক।
রাজধানী শহর বলে কথা। সেখানে অট্টালিকা, শপিং মল থাকাটাই স্বাভাবিক। ছিলও তাই। আশপাশে বিশাল বিশাল বাড়ি। সর্বত্রই সাধারণ মানুষের বাস। ব্যস্ত এলাকা। সেখানেই আরও একটি অট্টালিকা মাথা তোলার অপেক্ষায়।
সেই নির্মাণের জন্য মাটি খোঁড়ার কাজ চলছিল। ঠিক তখনই নির্মাণকর্মীদের নজরে পড়ে মাটির তলায় থাকা একটি জিনিস। ওটা কি! প্রথমে তাঁরা কিছু বুঝে উঠতে পারেননি। তবে দ্রুত খবর যায় পুলিশের কাছে।
পুলিশ এসে বিষয়টি বুঝতে পারে। দেখা যায় একটি বিশাল বোমা মাটির তলায় রয়েছে। ৪৭০ কেজির ওই বোমা কোনও সাধারণ বোমা নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওখানে ফেলা একটি বোমা। যা পড়ে ফাটেনি। সময়ের সঙ্গে তার ওপর মাটির প্রলেপ পড়ে। তারপর সকলের অলক্ষ্যে সেটি মাটির তলায় ৮০ বছর কাটিয়ে দেয়।
এই নির্মাণ কাজ শুরু না হলে এ বোমার কথা জানাই যেত না। বোমাটি দেখতে পাওয়ার পরই আশপাশ থেকে সাধারণ মানুষকে সরিয়ে দেওয়া হয়। এলাকা ফাঁকা হয়ে যায়। বাড়িতে যাঁরা থাকেন তাঁদের কিছু সময়ের জন্য বাড়ি ফাঁকা করে দিতে বলা হয়।
এরপর বিশেষজ্ঞদের সাহায্যে বোমাটি মাটির তলা থেকে অতি সন্তর্পণে বার করে আনা হয়। বোমাটি মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এএন-এম৪৪ বোমা। সার্বিয়ার রাজধানী শহর বেলগ্রেডে বোমাটি ১৯৪৫ সালে নিক্ষেপ করা হলেও তা ফাটেনি। এদিকে বোমাটি শহর থেকে বহু দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়। যেখানে সেটিকে নিষ্ক্রিয় করা হবে।


