World

ভাইরাল হতে মা না হয়েও অন্তঃসত্ত্বা থেকে মা সাজলেন তরুণী

অনেক মেয়ের জীবনেই মা হওয়ার একটা সুপ্ত বাসনা থাকে। মাতৃত্ব জীবনের শ্রেষ্ঠ অনুভূতি। কিন্তু সস্তা খ্যাতির লোভে অনেকে এই অনুভূতি নিয়েও মজা করতে পিছপা হন না।

ছোট ছোট হাত, পা নাড়তে থাকা একটা ছোট্ট প্রাণ। যার আগমনে পরিবারের সকলের মুখেই হাসি ফোটে। একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার আগে থেকে কতরকম প্রস্তুতি চলে। নতুন পোশাক কেনা থেকে ঘর সাজানো, কিছুই বাদ যায়না।

সকলেই চান একটি সুস্থ সন্তানের জন্ম দিতে। তাই অন্তঃসত্ত্বা হওয়ার দিন থেকে শিশুর জন্ম অবধি প্রতিটি মা একইসাথে আনন্দ আর ভয় নিয়ে দিন কাটান। সেখানে ২২ বছর বয়সী এক তরুণী এরকম বিষয় নিয়েও ছলনা করলেন।

স্ফীতোদরের ছবি থেকে বাচ্চার স্ক্যান রিপোর্ট দেখানো, আবার কখনও সন্তানের লিঙ্গ জানানোর বিশেষ অনুষ্ঠান করে সমাজ মাধ্যমের পাতায় নিজেকে অন্তঃসত্ত্বা বলে দেখিয়েছেন স্কটল্যান্ডের কিরা। এমনকি নির্দিষ্ট সময়ে সদ্যোজাতের ছবি দিয়ে নিজেকে কন্যাসন্তানের মা বলেও পরিচয় করান।

কিরার মা কিরার ঘর থেকে একটি সিলিকনের পুতুল খুঁজে পান। তারপরই সবকিছু তাঁর কাছে পরিস্কার হয়ে যায়। মা সব জেনে ফেলায় বিপদে পড়েন কিরা। কারণ নিজের অনুরাগীর সংখ্যা বাড়াতে কিরা ওই পুতুলটিকে দেখিয়েই সন্তানের মিথ্যে গল্প বানিয়েছিলেন।

মিথ্যে সহানুভূতির আশায় কিরা তখন সন্তান হারানোর খবর পোস্ট করেন। সেটা দেখেই তাঁর পরিবার এবং বন্ধুদের মধ্যে সন্দেহ জাগে। তাঁরা সরাসরি কিরার কাছে বিষয়টি জানতে চাইলে কিরা বাধ্য হয়ে সত্যিটা সবাইকে জানিয়ে ছবিগুলি মুছে দেন। কিরাকে অন্তঃসত্ত্বা দেখাতে প্রস্থেটিক এবং সন্তান হিসাবে পুতুল ব্যবহার করা হয়। এই ঘটনায় কিরা কিন্তু সমালোচিতই হয়েছেন বেশি।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *