World

হারিয়ে যাওয়া মহিলার খোঁজ মিলল অন্য দেশের জঙ্গলে, তাঁর বক্তব্যে মাথায় হাত পরিবারের

এক দেশে বাস ছিল। হারিয়ে গেলেন একদিন। তারপর অনেক খুঁজে তাঁর খোঁজও পেল পরিবার। কিন্তু তিনি যা বললেন তাতে মাথায় হাত পরিবারের।

বাস্তবে ঘটলেও এ কাহিনি অনেকটা সিনেমার মত। এক মহিলার হারিয়ে যাওয়া থেকেই ঘটনার সূত্রপাত। টেক্সাসের বাসিন্দা ওই মহিলা হারিয়ে যান। ঠিক কবে হারিয়ে গিয়েছিলেন তা পরিস্কার নয়। তবে তাঁর পরিবার তাঁর হারিয়ে যাওয়ার খবর দেওয়ার পর তাঁর খোঁজ শুরু হয়।

তিনি কোথায় তার খোঁজ করতে গিয়ে অবশেষে জানতে পারা যায় যে তিনি আমেরিকাতেই নেই। তিনি রয়েছেন স্কটল্যান্ডে। সেখানকার কোনও শহরে নয়। তিনি আছেন সেখানকার একটি জঙ্গলে। যেখানে এক প্রাচীন আফ্রিকান জনজাতির বাস।

মহিলা সেই জনজাতির সঙ্গেই রয়েছেন। আদিবাসী জীবন যাপন করছেন। এমনকি তাঁর নামও তিনি সেখানে গিয়ে বদলে নিয়েছেন। আফ্রিকার হারিয়ে যাওয়া কুবালা জনজাতির অংশ হয়ে উঠেছেন তিনি।


আফ্রিকার কুবালা জনজাতি ওই জঙ্গলে বাস করে। তাদের একটি রাজত্ব সেখানে রয়েছে। এক রাজা আছেন। এক রানি আছেন। তবে তারা ওই জঙ্গলের অংশেই বসবাস করে। স্কটল্যান্ডের আইনের সঙ্গে তাদের যোগ নেই। তারা তাদের মত আইন মেনে চলে।

তাদের দাবি, একসময় তাদের পূর্বপুরুষকে স্কটল্যান্ড থেকে বার করে দেওয়া হয়েছিল। তাই তারা ফিরে এসেছে। এ তো গেল কুবালা জনজাতির কথা। টেক্সাসের ওই মহিলা এদিকে কোনওভাবে জানতে পারেন যে তাঁর খোঁজ চলছে।

তাই তিনি নিজেই তাঁর পরিবারের প্রতি একটি বার্তা দিয়েছেন। জানিয়ে দিয়েছেন তিনি প্রাপ্তবয়স্ক। আর নিজের ইচ্ছাতেই এই জনজাতির অংশ হয়ে এখানে রয়েছেন। তিনি ফিরেও যেতে চান না।

যাঁকে খোঁজার চেষ্টা চালাচ্ছে তাঁর পরিবার সেই মহিলা নিজেই এবার পরিস্কার করে দিলেন তিনি যেখানে আছেন স্বদিচ্ছায় সেখানেই থাকতে চান। পরিবারের কাছে ফিরে যেতে চান না।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *