Entertainment

ক্যামেরার সামনে সব পোশাক খুলতে হবে ভেবেই সেদিন ভয় পেয়ে যান জনপ্রিয় নায়িকা

জনপ্রিয়তা তাঁর কোনও অংশে কম নয়। সুন্দরী নায়িকা হিসাবে তিনি সফল। কিন্তু ক্যামেরার সামনে পোশাক খুলতে হবে ভেবে সেদিন তিনি পিছিয়ে যান।


সিনেমা বা সিরিয়ালের গল্পের প্রয়োজনে নায়িকাদের কিছু ক্ষেত্রে সব পোশাক খুলতে হয় বা হয়েছে। নায়ক বা নায়িকার শরীরে কোনও পোশাক নেই বা তাঁরা মিলন দৃশ্যে লিপ্ত, এমন তো সিনেমা বা ওয়েব সিরিজের পর্দায় নতুন কিছু নয়।


তেমনই একটি বিখ্যাত সিরিয়ালের জন্য সেবার এক জনপ্রিয় নায়িকার কাছে স্ক্রিপ্ট পাঠানো হয়েছিল। তিনি সেই স্ক্রিপ্ট পড়ে যদি রাজি হন তাহলে তাঁকে একটি চরিত্রের জন্য নেওয়া হবে বলে স্থির করেন প্রযোজক, পরিচালক।


স্ক্রিপ্ট পড়ে ওই নায়িকার দারুণ লাগে। একদম নতুন ভাবনায় নতুন ধরনের গল্প বলে মেনেও নেন তিনি। কিন্তু তাঁর স্ক্রিপ্ট পড়ে মনে হয় তাঁকে ক্যামেরার সামনে সব পোশাক খুলে অভিনয় করতে হতে পারে। আর তা ভেবেই তিনি সিঁটিয়ে যান। ঠিক করতে পারছিলেন না তিনি হ্যাঁ করবেন কিনা।

সেই সময় হলিউড তারকা সারা জেসিকা পার্কারের কাছে হাজির হন সেক্স অ্যান্ড দ্যা সিটি সিরিজের শো ক্রিয়েটার ড্যারেন স্টার। সেক্স অ্যান্ড দ্যা সিটি-তে তিনি অভিনয় করতে চাইলেও জেসিকার ওই ক্যামেরার সামনে সব পোশাক খুলে ফেলায় আপত্তি রয়েছে শুনে ড্যারেন তাঁকে আশ্বস্ত করে জানান, তিনি যদি না চান তাহলে তিনি সব পোশাক খুলবেন না।


এই দৃশ্যের জন্য তাঁর কাছে আরও অভিনেত্রী রয়েছেন। সেক্ষেত্রে তাঁরা রাজি থাকলে তাঁরা করবেন সেই দৃশ্যে অভিনয়। এরপর রাজি হয়ে যান জেসিকা।


জেসিকা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এমন নয় যে যাঁরা ক্যামেরার সামনে সব পোশাক খুলছেন তাঁদের কোনও নৈতিকতা নেই। তিনি ক্যামেরার সামনে সব পোশাক খুলে ফেলতে পারেননা কারণ তিনি লাজুক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *