Lifestyle

হিরের বিমান, চক্ষু ছানাবড়া নেটিজেনদের

একটি যাত্রীবাহী বিমান। যার সারা গা ঝলমল করছে। অতিকায় বিমানটার পুরোটাই হিরে খচিত। যার দ্যুতিতে চোখ ঝলসে যাওয়ার যোগাড়। দেখে মনে হচ্ছে বিমানটি ওড়ার অপেক্ষায়। আশপাশে টারম্যাকে বিমানবন্দরের মালবাহী গাড়ি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিমানের গায়ে লেখা এমিরেটস। এমিরেটসের এই সারা গা হিরেয় মোড়া বিমানের ছবি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। যা দেখে কার্যতই চক্ষু ছানাবড়া নেটিজেনদের। এত হিরে! এমন চোখ ঝলসানো বিমান!

এমন বিমান কী সত্যিই এমিরেটসের ভাঁড়ারে রয়েছে? নাকি অন্যকিছু? এই জল্পনায় অবশেষে জল ঢালল খোদ এমিরেটসই। বিমান সংস্থার তরফে তাদের ট্যুইটার হ্যান্ডলেও বিমানটির ছবি দেওয়া হয়। তলায় লিখে দেওয়া হয় এটা এমিরেটসের ব্লিং ৭৭৭। নেহাতই একটি কাল্পনিক ছবি। যা তৈরি করেছেন সারা শাকিল।

সারা শাকিল নিজে একজন শিল্পী। তিনি তাঁর তৈরি এই ছবি নিজের ইন্সটাগ্রামে পোস্ট করেছিলেন আগেই। যা ইতিমধ্যেই ৫৫ হাজার লাইক ছাড়িয়ে গেছে। পরে ছবিটি ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই গোটা নেট জগতে তোলপাড় পড়ে যায়।


Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button