১ দিনে ২ বার বাইক চালানোর সময় পড়ে যান সলমন খান, ঠিক কি হয়েছিল সেদিন
সলমন খান নিজেই বাইক চালিয়ে বাবার কাছে যাচ্ছিলেন। প্রায় তাঁদের ফার্মের কাছে পৌঁছে পরপর ২ বার বাইক উল্টে পড়ে যান তিনি। ঠিক কি হয়েছিল সেদিন।

সেদিন তাঁর বাবা তাঁদের খামারবাড়িতে চলে গিয়ে গিয়েছিলেন। সলমন খান যখন সেটা জানতে পারেন তখন তাঁর মনে হয় বাবা বোধহয় তাঁর ওপরই রাগ করে খামারবাড়িতে চলে গেছেন। তিনি স্থির করেন বাবার কাছে ক্ষমা চেয়ে নেবেন।
এদিকে গায়ে তখন জ্বর। কিন্তু জ্বরের তোয়াক্কা না করেই সলমন খান নিজের বাইক নিয়ে বেরিয়ে পড়েন। মুম্বইয়ের ফ্ল্যাট থেকে পাড়ি দেন তাঁর খামারবাড়ির দিকে। সেদিন বাইক চালালেও তাঁর মাথায় হেলমেট ছিলনা। ছিল একটা টুপি। যা আবার মাঝ রাস্তায় হাওয়ায় উড়ে যায়।
তখন সলমন খামারবাড়ির খুব কাছেই। সেখানে একটি বাঁ দিকে বাঁক ছিল। সেটা নিতে গিয়েই হয় বিপত্তি। সলমন বাইক সমেত উল্টে যান। উল্টে যান পাশের জঙ্গলে। পিছনে তাঁদের গাড়িও আসছিল। গাড়ির সকলের সাহায্য নিয়ে তিনি বাইকটি নিয়ে উঠে দাঁড়ান।
তারপর ফের বাইকে চড়ে বসেন। বাইক চালাতে শুরু করার পরেই ফের বিপত্তি। আবার বাইকটি হড়কে পড়ে যায় রাস্তায়। সলমন সেদিন ভালই আঘাত পেয়েছিলেন। যদিও তাঁর বাবা যে তাঁর ওপর রাগ করেননি সেটা পরে জানতে পেরেছিলেন সলমন।
সলমন খান তাঁর সেই অনেক দিন আগের অভিজ্ঞতার কথা জানিয়ে বাইক আরোহীদের সাবধানতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন। নিয়ম মেনে হেলমেট পরতেও অনুরোধ করেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা