Entertainment

বীভৎস রূপের পেছনে মেকআপ আর ফটোশপ, কোনও অস্ত্রোপচার নয়


সৌন্দর্যকে নিখুঁত করে ফুটিয়ে তুলতে চাই যথাযথ প্রসাধনের জাদুছোঁয়া। আর চাই ফটোশপের কারিগরি। ব্যাস, এই দুই এর মিশেলেই নিজের মুখকে প্রিয় হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির ‘ভৌতিক’ ছায়া করে গড়ে তোলেন ইরানের তরুণী সাহার তাবের। সে কথা নিজের মুখে স্বীকারও করেছেন সাহার।


Sahar Tabar


সম্প্রতি অ্যাঞ্জেলিনা জোলি সদৃশ মুখের অধিকারিণী সাহার-এর ছবি নিয়ে সরগরম হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। প্ৰাথমিক ভাবে সাহার নিজেই গুজব ছড়ান যে ৫০টি অস্ত্রোপচারের যন্ত্রণা সহ্য করে জোলি হওয়ার চেষ্টাতেই নাকি অমন অদ্ভুতুড়ে মুখ তৈরি হয়েছে তাঁর।


অনেকেই সাহার-এর সেই অদ্ভুতদর্শন ছবির প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। অনেকে আবার সাহার-এর ‘ভৌতিক’ হয়ে ওঠার পিছনে প্রস্থেটিক মেকআপ ও ফটোশপের কারসাজির কথা তোলেন। তাঁদের সেই দাবিই এবারে মান্যতা পেল দুষ্টুমিতে সিদ্ধহস্ত সাহার-এর স্বীকারোক্তিতে। ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *