Feature

বিশ্বের সবচেয়ে লম্বা রেল রুট কোনটি, গন্তব্যে পৌঁছতে কত রাত ট্রেনে কাটাতে হয় যাত্রীদের

বিশ্বের সবচেয়ে লম্বা রেল রুটে গন্তব্যে পৌঁছতে বেশ কয়েক রাত ট্রেনেই কাটাতে হয় যাত্রীদের। এই অতি লম্বা রুটে অবশ্য অভিজ্ঞতার ঝুলিও পূর্ণ হয়।

ভারতে সবচেয়ে লম্বা রেল রুটে ৩ রাত ট্রেনে কাটাতে হয় যাত্রীদের। কিন্তু বিশ্বের লম্বা রুটের ট্রেনের তালিকায় তা অনেকটাই পিছনে। বিশ্বে যে রুটে সর্বাধিক সময় যাত্রীদের ট্রেনে কাটাতে হয় সেখানে যাত্রীদের জন্য অপেক্ষা করে থাকে অপার প্রকৃতি।

বরফের রাজ্য থেকে সবুজ বনানী, অতিকায় জলভাগের গা ঘেঁষে দীর্ঘ যাত্রা থেকে পাইন বনের সৌন্দর্য, সবই যেন সাজানো থাকে যাত্রীদের জন্য।

এ এমন এক রুট যে ট্রেনের পুরো যাত্রাপথে ৮টি টাইম জোন পার করতে হয় সকলকে। ফলে পুরো যাত্রাপথে ৮ বার ঘড়ির সময় বদল করতে হয় যাত্রীদের।

রাশিয়ার রাজধানী মস্কো থেকে ভ্লাদিভোস্টক, এই ৯ হাজার ২৮৮ কিলোমিটার পথ বিশ্বের কাছে পরিচিত ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে নামে। যা আদপে পুরো সাইবেরিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেয় যাত্রীদের।


Russia
রাশিয়ার মস্কো থেকে ভ্লাদিভোস্টক ট্রেন, ছবি – সৌজন্যে – উইকিমিডিয়া কমনস

যাত্রাপথে পার করে ইউরাল পর্বতমালা, বৈকাল হ্রদ, পাইন গাছের জঙ্গল, বরফের রাজ্য। ৬ রাত ৭ দিনের এই যাত্রা কিন্তু উপভোগ্যই হয় যাত্রীদের জন্য। ক্লান্তি মুছে দেয় প্রকৃতির অপার শোভা। সাইবেরিয়াকে চোখের সামনে দেখতে পাওয়া।

সাইবেরিয়ার এক এক জায়গার বৈশিষ্ট্যও এক বিরল অভিজ্ঞতা। রাশিয়ার পশ্চিম প্রান্তের মস্কো থেকে একদম পূর্ব প্রান্তের ভ্লাদিভোস্টক শহর পর্যন্ত এই যাত্রা রাশিয়াকেও যেন সম্পূর্ণ চষে ফেলার অনুভূতি দেয় যাত্রীদের।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button