World

খুলে গেল নরকের দরজা, চৌহদ্দির মধ্যে ঢোকা এড়িয়ে চলছে প্রশাসনও

সবটাই ঘটে গেল আচমকা। খুলে গেল নরকের দরজা। এভাবেই ব্যাখ্যা করছে স্থানীয় সংবাদমাধ্যম। যার ধারে কাছেও ঘেঁষছে না খোদ প্রশাসন।

নরকের দরজা আচমকাই খুলে গেছে। এটাই স্থানীয় সংবাদমাধ্যমের ব্যাখ্যা। খুব ভুল বলছে কি? সেই দরজায় পা রাখলে ১০০ ফুট নিচে গিয়ে পড়তে হবে। নিমেষের মধ্যে হারিয়ে যেতে হবে নরকে। যেখান থেকে ফেরার আর কোনও আশা থাকবেনা।

এমনই এক অতিকায় গর্ত তৈরি হয়েছে লোকালয়ের কাছে। গর্তটির বিশাল হাঁ মুখ দেখে হাড় হিম হয়ে যেতে পারে। নিচে উঁকি মারলে কেবলই মিসকালো এক গহ্বর নজরে পড়বে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

একটি লোহার খনি এলাকায় ঘটনাটি ঘটেছে। আর ওই বিশাল পাতালগামী গর্তটি তৈরি হয়েছে আচমকাই। খনিটিতে এখন আর খনন কাজ হয়না। সেখানে খনন নিষিদ্ধ।

কিন্তু খনি থেকে আকরিক তুলে নেওয়ার পর এখন তার নিচের মাটি এতটাই আলগা হয়ে গেছে যে যে কোনও মুহুর্তে ধসে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। তারই প্রায় সূত্রপাত বলা চলে এই নরকের দরজা নামে গর্তটি।

রাশিয়ার সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলের স্কি রিসর্ট এলাকায় এই ঘটনাটি ঘটেছে। গর্তটি তৈরি হয়েছে চারধার বরফে ঢাকা এলাকায়। আশপাশ থেকে দ্রুত স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিয়ে যায় প্রশাসন।

যে রাস্তাগুলি ওই গর্ত বা খনি অঞ্চলের দিকে যাচ্ছে সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনের অনুমান আরও ধস নামতে পারে। ওই গর্ত দ্রুত বুজিয়ে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়, ওই এলাকাকে বিপদমুক্ত করা যায় তার জন্যও তৎপরতা শুরু হয়েছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *